জাতীয় সরকার গঠন করে ৬ মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (৬ ডিসেম্বর) গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের স্মরণে মিরপুরে দোয়া ও আলোচনায় তিনি এ কথা বলেন।
ফ্যাসিবাদীদের পুর্নবাসন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে উল্লেখ করে নুর বলেন, জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই অনতিবিলম্বে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন করে ৬ মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ করুন।
তিনি বলেন, বিপ্লবকে ভিন্ন খাতে রূপ দিতে নানা অপতৎপরতা চলাচ্ছে বিভিন্ন মহল ও ভারতীয় মিডিয়া। দেশটির গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে। সংঘবদ্ধ হয়ে তা রুখে দিতে হবে। শেখ হাসিনা ছিল ভারতের দাসী। আওয়ামী লীগ ছিল তাদের সেবাদানকারী প্রতিষ্ঠান। এজন্য তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে সব রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐকমত্য প্রকাশ করেছে জানিয়ে নুর বলেন, প্রবাসে যে যেখানে আছেন সবাইকে ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো আপোস নেই মন্তব্য করে তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে মিনমিন করছে। তারা চায় না, নতুন কোনো দল রাজনৈতিক দল আসুক।
ফুটপাতের হকার, দোকানদার থেকে চাঁদাবাজি দখলদারের বিরুদ্ধে সবাইকে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন,
আগে আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করতো, এখন অন্যান্য রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দ্রব্যমূল্যের দাম বাড়ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ভুর্তকি দিয়ে হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।
‘আ.লীগ হিন্দুদের হামলা করে সেই ছবি পশ্চিমাদের কাছে বিক্রি করতে চায়’