ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

তাবলীগ জামাতের মুরুব্বি ও পুলিশ সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীরা জোড় ইজতেমা সম্পন্ন করে টঙ্গীর ইজতেমা ময়দান দখলে রাখেন। এর মধ্যেই তাবলীগ জামাতের অপর পক্ষ মাওলানা সাদের অনুসারীরা একই ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। একপর্যায়ে মাওলানা সাদের অনুসারীরা মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ইজতেমা ময়দানে বিভিন্ন দিক থেকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদেরকে বাধা দেয় এবং গাড়িতে হামলা করে। এতে বেশ কয়েকজনকে আহত হন। উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে তাজুল ইসলাম নামে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আরেকজন আহত মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে অবস্থান নেন। এ ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে তারা টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করবেন। এতে কোনো বাধা তারা মানবেন না।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১০:১৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

তাবলীগ জামাতের মুরুব্বি ও পুলিশ সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীরা জোড় ইজতেমা সম্পন্ন করে টঙ্গীর ইজতেমা ময়দান দখলে রাখেন। এর মধ্যেই তাবলীগ জামাতের অপর পক্ষ মাওলানা সাদের অনুসারীরা একই ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। একপর্যায়ে মাওলানা সাদের অনুসারীরা মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ইজতেমা ময়দানে বিভিন্ন দিক থেকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদেরকে বাধা দেয় এবং গাড়িতে হামলা করে। এতে বেশ কয়েকজনকে আহত হন। উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে তাজুল ইসলাম নামে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আরেকজন আহত মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে অবস্থান নেন। এ ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে তারা টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করবেন। এতে কোনো বাধা তারা মানবেন না।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।