ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিনিশার হিসেবে বলকে মারাটাই কাজ: শামিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বাকি সতীর্থের মতো জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি শামিম হোসেন পাটোয়া্রি। আসা-যাওয়ার মধ্যে থাকা শামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন। ফিনিশার রোলে তিনি যে দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়, সেটা বুঝিয়ে দিচ্ছেন এই ২৪ বছর বয়সী। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয়টিতেও শেষদিকে নেমে ঝড় তুললেন। বাকিরা যে উইকেটে খাবি খেলো, সেখানেই দারুণ সাবলীলভাবে চার-ছক্কা হাঁকালেন। তার ব্যাটেই বাংলাদেশের বোলাররা পায় জয়ের পুঁজি। এরপর ম্যাচসেরা বেছে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দেয়। জবাবে ১০২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই বোঝা যাচ্ছিল, এই মাঠে রান করতে সংগ্রাম করতে হবে। তাই ১২৯ রানকেই চ্যালেঞ্জিং স্কোর ধরা হচ্ছিল। বোলাররা সেই চ্যালেঞ্জকে আরও অলঙ্ঘনীয় করে তোলেন।

তবে বাংলাদেশ জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পেতো না, যদি না আট নম্বরে নেমে শামিম পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং না করতেন। আগের ম্যাচে ১৩ বলে ২৭ রান করা শামিম আজ সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন। ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রান করেছেন তিনি। কঠিন উইকেটেও ব্যাট করেছেন ২০৫.৮৮ স্ট্রাইক রেটে। টানা দুই ম্যাচে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা শামিম মনে করেন, ফিনিশার হিসেবে বলকে পেটানোই তার কাজ।

দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর শামিম বলেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’

জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েন। এরপর থেকে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। বাদ পড়া এবং ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাদ পড়া নিয়ে চিন্তা করি না। আমি ইতিবাচক থাকতে পছন্দ করি। আমি খুশি থাকতে পছন্দ করি। আমি জানি আমি যেকোন সময় কামব্যাক করতে পারব, এটাই আমার আত্মবিশ্বাস ছিল।’

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে তা নিয়ে আফসোস করতে নারাজ তিনি। ব্যাটিং-ফিটনেস নিয়ে কাজ করার দিকেই বরং মনযোগ দিতে চান, ‘মনে তো আগেই পড়েছে(বিশ্বকাপে ম্যাচ না খেলা)। যেটা চলে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই। আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজ জিতেছি ওইটা অনেক বড় একটা পাওয়া। ব্যাটিং-ফিটনেস সবকিছু নিয়েই কাজ করছি।’

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে দলে না থাকলেও খেলার মধ্যেই ছিলেন শামিম। খেলেছেন এইচপি, এমার্জিং দলের হয়ে। তাই ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি, ‘আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। তো সেজন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।’

দারুণ ব্যাটিংয়ে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু দলের জয়ে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শামিম, ‘কাউকে উৎসর্গ করার কিছু নেই। ভাল খেলতে পেরেছি, আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি এটাই ভালো লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফিনিশার হিসেবে বলকে মারাটাই কাজ: শামিম

আপডেট সময় ০২:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বাকি সতীর্থের মতো জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি শামিম হোসেন পাটোয়া্রি। আসা-যাওয়ার মধ্যে থাকা শামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন। ফিনিশার রোলে তিনি যে দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়, সেটা বুঝিয়ে দিচ্ছেন এই ২৪ বছর বয়সী। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয়টিতেও শেষদিকে নেমে ঝড় তুললেন। বাকিরা যে উইকেটে খাবি খেলো, সেখানেই দারুণ সাবলীলভাবে চার-ছক্কা হাঁকালেন। তার ব্যাটেই বাংলাদেশের বোলাররা পায় জয়ের পুঁজি। এরপর ম্যাচসেরা বেছে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দেয়। জবাবে ১০২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই বোঝা যাচ্ছিল, এই মাঠে রান করতে সংগ্রাম করতে হবে। তাই ১২৯ রানকেই চ্যালেঞ্জিং স্কোর ধরা হচ্ছিল। বোলাররা সেই চ্যালেঞ্জকে আরও অলঙ্ঘনীয় করে তোলেন।

তবে বাংলাদেশ জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পেতো না, যদি না আট নম্বরে নেমে শামিম পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং না করতেন। আগের ম্যাচে ১৩ বলে ২৭ রান করা শামিম আজ সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন। ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রান করেছেন তিনি। কঠিন উইকেটেও ব্যাট করেছেন ২০৫.৮৮ স্ট্রাইক রেটে। টানা দুই ম্যাচে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা শামিম মনে করেন, ফিনিশার হিসেবে বলকে পেটানোই তার কাজ।

দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর শামিম বলেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’

জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েন। এরপর থেকে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। বাদ পড়া এবং ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাদ পড়া নিয়ে চিন্তা করি না। আমি ইতিবাচক থাকতে পছন্দ করি। আমি খুশি থাকতে পছন্দ করি। আমি জানি আমি যেকোন সময় কামব্যাক করতে পারব, এটাই আমার আত্মবিশ্বাস ছিল।’

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে তা নিয়ে আফসোস করতে নারাজ তিনি। ব্যাটিং-ফিটনেস নিয়ে কাজ করার দিকেই বরং মনযোগ দিতে চান, ‘মনে তো আগেই পড়েছে(বিশ্বকাপে ম্যাচ না খেলা)। যেটা চলে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই। আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজ জিতেছি ওইটা অনেক বড় একটা পাওয়া। ব্যাটিং-ফিটনেস সবকিছু নিয়েই কাজ করছি।’

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে দলে না থাকলেও খেলার মধ্যেই ছিলেন শামিম। খেলেছেন এইচপি, এমার্জিং দলের হয়ে। তাই ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি, ‘আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। তো সেজন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।’

দারুণ ব্যাটিংয়ে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু দলের জয়ে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শামিম, ‘কাউকে উৎসর্গ করার কিছু নেই। ভাল খেলতে পেরেছি, আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি এটাই ভালো লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ