ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বিএনপি’র দুই পক্ষের হামলা, হামলা, আসামি ৩ শতাধিক 

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বর্তমান কমিটি ও বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে।
 উপজেলা বিএনপির পৃথক দুটি মামলায় বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার সহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। অপরদিকে বহিস্কৃত সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অনুসারীদের ১টি মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারীসহ ২৫ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করেছে।
 ঘটনার বিবরনে জানা যায় ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবসে উপজেলার বাসস্ট্যান্ড স্মৃতি সৌধে ফুল দিতে গেলে উপজেলা বিএনপি ও বহিস্কৃত সাবেক বিএনপির উপজেলা সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বহিস্কৃত নেতার অনুসারী কামরুজ্জামান মোল্লা প্রতিপক্ষের দ্বারা লাঞ্চিত হন।
পরবর্তীতে এ ঘটনার জের ধরে স্থানীয় কলেজ মোড়ে বহিস্কৃত নেতার অনুসারীদের আক্রমণে উপজেলা জিয়া সাইবার ফের্সের আহ্বায়ক ফারুক হোসেন গুরুতর আহত হয়। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, বাড়িতে হামলাসহ উভয় পক্ষে ১২ জন আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহেল নামে একজন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফারুক হোসেন, তৌফিকুর রহমান তফিক ও কামরুজ্জামান মোল্লা বাদী হয়ে মামলা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষে ৩টি মামলায় ৮১ জন ও অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভূরুঙ্গামারীতে বিএনপি’র দুই পক্ষের হামলা, হামলা, আসামি ৩ শতাধিক 

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বর্তমান কমিটি ও বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে।
 উপজেলা বিএনপির পৃথক দুটি মামলায় বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার সহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। অপরদিকে বহিস্কৃত সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অনুসারীদের ১টি মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারীসহ ২৫ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করেছে।
 ঘটনার বিবরনে জানা যায় ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবসে উপজেলার বাসস্ট্যান্ড স্মৃতি সৌধে ফুল দিতে গেলে উপজেলা বিএনপি ও বহিস্কৃত সাবেক বিএনপির উপজেলা সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বহিস্কৃত নেতার অনুসারী কামরুজ্জামান মোল্লা প্রতিপক্ষের দ্বারা লাঞ্চিত হন।
পরবর্তীতে এ ঘটনার জের ধরে স্থানীয় কলেজ মোড়ে বহিস্কৃত নেতার অনুসারীদের আক্রমণে উপজেলা জিয়া সাইবার ফের্সের আহ্বায়ক ফারুক হোসেন গুরুতর আহত হয়। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, বাড়িতে হামলাসহ উভয় পক্ষে ১২ জন আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহেল নামে একজন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফারুক হোসেন, তৌফিকুর রহমান তফিক ও কামরুজ্জামান মোল্লা বাদী হয়ে মামলা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষে ৩টি মামলায় ৮১ জন ও অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।