বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ক্যাডার বাহিনী দেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। রবিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিগত স্বৈরাচার হাসিনার আমলে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের ও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহত পরিবারের নিয়মিত খোঁজ খবরের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার পতনে ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য মানুষ আহত নিহত হয়, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । দলের নেতা কর্মী সহ নিহত আহত পরিবারের সকলের সার্বিক, আর্থিক সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় আওয়ামী ক্যাডার দের নির্যাতনের স্বীকার হয়ে দুটি চোখ হাড়ানো কুমিল্লা জেলার বুড়িচং এলাকার গোলাম কিবরিয়া এর পরিবারের খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা করেন। এবং চোখ হারানো গোলাম কিবরিয়ার উন্নত চিকিৎসা সহ যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন আলম, মহানগর উত্তর বিএনপির ছাত্র নেতা আব্দুল্লাহ আল রাহাত প্রমুখ।