ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় দলে ফিরতে সময় চাইলেন তামিম

চেন্নাইয়ের ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল

বিপিএল শুরুর আগে তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরে বলেছিলেন—‘জাতীয় দলে ফেরার ব্যাপারে না আমি কারও কাছে গিয়েছি, না কেউ আমার সঙ্গে আলোচনা করেছে!’ দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে অবশ্য এক সপ্তাহের ব্যবধানে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে তিনি ফিরবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত জানতে আজ বুধবার (৮ জানুয়ারি) বিসিবির নির্বাচক কমিটি বৈঠকে বসে তামিমের সঙ্গে।

সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক হান্নান সরকার ও বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত আসেনি। বোর্ডের কাছে আরও কিছুদিন সময় চেয়েছেন তামিম। জানা গেছে, পরিবারের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত দেবেন তামিম। দুয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে জানাবেন সবকিছু।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। এরপর অবশ্য চাইলে পরবর্তী এক মাসের মধ্যে দলে পরিবর্তন আনা যাবে। যার কারণে তামিমের সঙ্গে বসেছিল বিসিবি। তারা চান তিনি যেন ফিরে আসেন।

দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা।

অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতীয় দলে ফিরতে সময় চাইলেন তামিম

আপডেট সময় ০৬:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বিপিএল শুরুর আগে তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরে বলেছিলেন—‘জাতীয় দলে ফেরার ব্যাপারে না আমি কারও কাছে গিয়েছি, না কেউ আমার সঙ্গে আলোচনা করেছে!’ দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে অবশ্য এক সপ্তাহের ব্যবধানে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে তিনি ফিরবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত জানতে আজ বুধবার (৮ জানুয়ারি) বিসিবির নির্বাচক কমিটি বৈঠকে বসে তামিমের সঙ্গে।

সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক হান্নান সরকার ও বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত আসেনি। বোর্ডের কাছে আরও কিছুদিন সময় চেয়েছেন তামিম। জানা গেছে, পরিবারের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত দেবেন তামিম। দুয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে জানাবেন সবকিছু।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। এরপর অবশ্য চাইলে পরবর্তী এক মাসের মধ্যে দলে পরিবর্তন আনা যাবে। যার কারণে তামিমের সঙ্গে বসেছিল বিসিবি। তারা চান তিনি যেন ফিরে আসেন।

দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা।

অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা