চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মীর গোলাম মোস্তফা বাবুল। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বাসিন্দা মীর মোহাম্মদ হোসেনের ছেলে।
রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাবুলকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মীর গোলাম মোস্তফা বাবুল পেশায় একজন দলিল লেখক এবং তিনি আওয়ামী লীগের লালানগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বাবুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ওয়ারেন্ট জারি ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।