রোহিঙ্গাদের উপরে মিয়ানমার সেনাবাহিনীর অপরাধের প্রমাণ সংগ্রহে বাংলাদেশ সহায়তা করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার (আইআইএমএম) প্রধান নিকোলাস কৌমিজিয়ান।
রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নিকোলাস বলেন, ২০১১ সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করছে তা জবাবদিহিতার আওতায় আনতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকার আমাদের এ বিষয়ে সহায়তা করছে বলে, বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।
তদন্ত সংস্থা প্রধান আরও বলেন,মিয়ানমার পরিস্থিতি খুবই খারাপ। আমরা মিয়ানমারকে এই বার্তা দিতে চাই যে, কোন একটি সংস্থা অপরাধের প্রমাণ সংগ্রহ করছে। কোন একদিন অপরাধীদের জবাবদিহিতার আওতায় আসতে হবে।
তিনি আরও বলেন, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী, যে কোনো গোষ্ঠী বা বাহিনীর দ্বারা রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে সে বিষয়ে আমাদের তদন্তের এখতিয়ার রয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করবো।