ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ কঠিন করে ফেললো টাইগ্রেসরা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে ২টি জয়। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই হারে ২০২৫ নারী বিশ্বকাপ সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট কাটতে হবে টাইগ্রেসদের।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে ৯ উইকেট ও ১৮ ওভার ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। হেলি ম্যাথিউস করেন সেঞ্চুরি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ফারজানা ফিরলেও মুর্শিদা-শারমিনের ব্যাটে ৪৪ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনরা ফিরলে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে মাত্র ২২ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৭০ রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই ১৮ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ কঠিন করে ফেললো টাইগ্রেসরা

আপডেট সময় ১২:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে ২টি জয়। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই হারে ২০২৫ নারী বিশ্বকাপ সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট কাটতে হবে টাইগ্রেসদের।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে ৯ উইকেট ও ১৮ ওভার ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। হেলি ম্যাথিউস করেন সেঞ্চুরি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ফারজানা ফিরলেও মুর্শিদা-শারমিনের ব্যাটে ৪৪ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনরা ফিরলে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে মাত্র ২২ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৭০ রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই ১৮ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা।