ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বিপিএল খেলতে এসে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটারের থানা থেকে পালানো ওসি শাহ আলম ‘সম্ভবত’ ভারত চলে গেছে: ডিএমপি কমিশনার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড এলার্ট জারি: আসিফ নজরুল পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প সাড়ে চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলে একটি ট্রেন প্রয়োজনীয় সব আইন সংস্কার ছয় মাসের মধ্যে করা হবে: আইন উপদেষ্টা অতি বিপ্লবী হয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় : মির্জা ফখরুল ৫০ বছর পূর্তিতে চীনের কাছে বাংলাদেশের ২৪ প্রস্তাব ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজের বাড়িতে নৌপরিবহন উপদেষ্টা উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ কঠিন করে ফেললো টাইগ্রেসরা

সুযোগ দিলে বাংলাদেশি তরুণরা এগিয়ে যাবে, বিশ্বাস বিজয়ের

চলমান বিপিএলে ভালো ফর্মে আছে এনামুল হক বিজয়। তার নেতৃত্বে দুর্বার রাজশাহী দুর্বার গতিতে ছুটতে না পারলেও তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করছেন। একটি শতকসহ ৮ ইনিংসে ৩২৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ ম্যাচে রাজশাহীর অধিনায়কত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। সেই ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান বিজয়ের।

অন্যান্য আসরের তুলনায় এবারের বিপিএলে বাংলাদেশি তারকারা আলো ছড়াচ্ছেন বেশি। বিজয় মনে করেন, বাইরের দেশে খেলার সুযোগ পেলে আরও ভালো করতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার মতে, সুযোগ অভাবে পিছিয়ে আছে ক্রিকেটাররা।

বিজয় বলেন, ‘এবারের বিপিএলে দেশি ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলছে। বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরা এই বিপিএল এবং তার আগের এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের দক্ষতা দেখিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা বিদেশি লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশিরা ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বিশ্বজুড়ে কয়েকটি লিগে খেলেছেন। তাদের ছাড়া অন্যদের সুযোগ খুবই কম হয়েছে। শীর্ষ লিগে খেলার সুযোগ হলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। প্রতিভার চেয়ে পারফর্মার বেশি গুরুত্বপূর্ণ।’

বিজয় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। তার কাছে এসব ক্রিকেটারকে সম্ভাবনাময় মনে হয়েছে। যারা বিদেশে খেলার সুযোগ পেলে নিজেদের আরও মেলে ধরতে পারবে। তাদের মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিপিএল খেলতে এসে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটারের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুযোগ দিলে বাংলাদেশি তরুণরা এগিয়ে যাবে, বিশ্বাস বিজয়ের

আপডেট সময় ০৫:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চলমান বিপিএলে ভালো ফর্মে আছে এনামুল হক বিজয়। তার নেতৃত্বে দুর্বার রাজশাহী দুর্বার গতিতে ছুটতে না পারলেও তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করছেন। একটি শতকসহ ৮ ইনিংসে ৩২৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ ম্যাচে রাজশাহীর অধিনায়কত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। সেই ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান বিজয়ের।

অন্যান্য আসরের তুলনায় এবারের বিপিএলে বাংলাদেশি তারকারা আলো ছড়াচ্ছেন বেশি। বিজয় মনে করেন, বাইরের দেশে খেলার সুযোগ পেলে আরও ভালো করতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার মতে, সুযোগ অভাবে পিছিয়ে আছে ক্রিকেটাররা।

বিজয় বলেন, ‘এবারের বিপিএলে দেশি ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলছে। বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরা এই বিপিএল এবং তার আগের এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের দক্ষতা দেখিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা বিদেশি লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশিরা ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বিশ্বজুড়ে কয়েকটি লিগে খেলেছেন। তাদের ছাড়া অন্যদের সুযোগ খুবই কম হয়েছে। শীর্ষ লিগে খেলার সুযোগ হলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। প্রতিভার চেয়ে পারফর্মার বেশি গুরুত্বপূর্ণ।’

বিজয় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। তার কাছে এসব ক্রিকেটারকে সম্ভাবনাময় মনে হয়েছে। যারা বিদেশে খেলার সুযোগ পেলে নিজেদের আরও মেলে ধরতে পারবে। তাদের মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।