ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধান (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাশিপুর ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৫০ একর জমিতে চারা রোপণের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এসময় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জামায়াতের সেক্রেটারি রজব আলী, কৃষক আফজাল হোসেন আফাজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন,সনাতন পদ্ধতিতে চাষাবাদে উৎপাদন খরচের অতিরিক্ত সময় ও অতিরিক্ত খরচ থেকে রক্ষা করতে যন্ত্রের মাধ্যমে চাষাবাদ ভূমিকা রাখছে।কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে সমলয় চাষাবাদে কৃষির উৎপাদন খরচ অর্ধেকে নেমে এসেছে ফলে কৃষক লাভবান হচ্ছে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।