ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন : শামসুজ্জামান দুদু দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা; নিহত ৩৮

নানা কারণে কলঙ্কিত এবারের বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শেষ হলো, চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।শুরুতে ব্যাট করে ১৯৩ রান তোলে চিটাগং কিংস, জবাবে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বরিশাল।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসাইনের ৬ বলে ১৮ রানের ইনিংসটি বরিশাল জয়ে বড় ভূমিকা রাখে। তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবালকে ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সবকিছু মিলিয়ে বিপিএলের শেষটা ছিল গোছানো, পরিপাটি, ক্রিকেটীয় লড়াই ছিল। কিন্তু গোটা টুর্নামেন্টে উঠেছে নানা বিতর্ক- ক্রিকেটারদের পেমেন্ট না দেয়া থেকে শুরু করে হোটেল রুমে এক দলের মালিককে আবদ্ধ রাখা এমনকি ম্যাচ ফিক্সিং এর আলাপও এসেছে এবারের বিপিএলে।

পেমেন্ট ইস্যু এসেছে বার বার
ক্রিকেটার থেকে শুরু করে হোস্ট, সবার মুখেই এবারের বিপিএলে আর্থিক লেনদেন নিয়ে অসন্তুষ্টির কথা শোনা গেছে। ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে এতোটাই ছড়িয়েছে যে বরিশালের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেমস ফুলার সপ্তাহখানেক আগে পোস্ট দিয়েছিলেন ইন্সটাগ্রামে, “গ্লাভস ও ব্যাট পেলাম, ধন্যবাদ”, এর কমেন্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং মন্তব্য করেছেন, “গ্লাভস, প্যাড পেয়েছ ভালো কথা, পেমেন্ট পেয়েছো?”

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠা চিটাগং কিংস, দুর্বার রাজশাহী পেমেন্ট ইস্যুতে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে।

বাংলাদেশের জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেছেন, “ও আমাকে সন্তুষ্ট করতে পারেনি”।

ইমন ১৩ ম্যাচে ৩৩৮ রান তুলেছেন, ফাইনালেও খেলেছেন ৪৯ বলে ৭৮ রানের ইনিংস।

এছাড়া দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা কর্মবিরতি পালন করে এক ম্যাচ খেলেননি, যেখানে ১১ জন দেশি ক্রিকেটার নিয়েই খেলেছে রাজশাহী।

এসব ঘটনার পর ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মফেট এক বিবৃতিতে জানিয়েছেন, “টাকা না দেয়ার দিক থেকে বিপিএল বারবার একই অপরাধ করে যাচ্ছে।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই টাকা না দেয়ার অভিযোগ উঠেছে, তবে এবারই প্রথম ক্রিকেটারদের চেক বারবার বাউন্স হয়েছে, দুর্বার রাজশাহীর মালিককে হোটেল কর্তৃপক্ষ এক দফা হোটেলে আবদ্ধ রেখেছিল আর্থিক লেনদেন সম্পন্ন না করার কারণে।

একবার তো প্রেস কনফারেন্সে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আর না পেরে বলেই ফেললেন, “দোয়া কইরেন যাতে চেক বাউন্স না হয়”।

এছাড়া শেষ দিকে চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর পূর্ণ পেমেন্ট না পাওয়ার অভিযোগ জানিয়ে ঢাকা ছেড়েছেন।

তার ম্যানেজার সংবাদমাধ্যমে বলেছেন, “ইয়াশাকে চুক্তির বাইরে বিজ্ঞাপনে কাজ করার জন্য চাপ দেয়া হয়েছে, আর প্রতিশ্রুত অর্থের মাত্র ৫৫% দেয়া হয়েছে তাকে।”

ইয়াশা সাগর ছিলেন এবারের বিপিএলের অন্যতম এক চরিত্র যাকে ঘিরে তুমুল আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিপিএলের এবারের অর্থ না দেয়ার ইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কথা হচ্ছে, একজন ক্রিকেটারের এজেন্ট ইএসপিএন ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে দাবি তুলেছেন, “আইসিসির উচিৎ এসব বিষয় দেখভাল করা, অনেক দল বড় বড় নাম সই করায়, বিমানে ওঠার আগে কিছু অর্থ দেয়া হয়, এরপর আর এক টাকাও দেয়া হয় না।”

শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে ক্রিকেটারদের সব অর্থ পরিশোধ করা হবে।

ফিক্সিং নিয়ে কী ধরনের কথা হচ্ছে?
এবারের বিপিএলে খেলা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এতোটাই বেশি ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্টি-করাপশন ইউনিটকে সাহায্য করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।

বিশাল বড় ওয়াইড বল, মোহাম্মদ আমিরের কথা মনে করিয়ে দেয়া নো বল ছিল, সাথে ছিল ক্রিকেটারদের মান নিয়েও প্রশ্ন।

যেমন অস্ট্রেলিয়ার উইলিয়াম বোশিস্ট তিনি গত চার বছর স্বীকৃত ক্রিকেট খেলেননি, আফগানিস্তানের ফরমানুল্লাহ, আফগান ‘এ’ দলের হয়ে খেলা ছাড়া তিনি কখনো বিদেশের লিগে খেলেননি।

কিছু ক্রিকেটার নির্দিষ্ট কিছু ওভারে এমনভাবে রান দিয়েছেন যেন এই রান তাকে দিতেই হতো, এমনটাই বলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ এর অফিসিয়াল হোস্ট সৈয়দ আবিদ হুসাইন সামি।

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মি. সামি বলেন, “আমি কমেন্ট্রি বক্সে বসে এটা বলতে পারি না যে ফিক্সিং হচ্ছে, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আমি এটা বলতে পারি সন্দেহ তৈরি হয়েছে, কিছু বোলার এরকম ফিল্ড সেটআপ রেখে এমন জায়গায় বল দিচ্ছিল যে আমাদের সন্দেহ হতে বাধ্য।”

‘কেউ দুই বল ডট গেলে ওয়াইডে পাঁচ রান দিয়ে দিচ্ছেন, কোন বল ওয়াইড হবে সেটাও আমরা টের পাচ্ছি,’ এমন সব ঘটনা বলছিলেন বাংলাদেশের এই ক্রিকেট বিশ্লেষক।

তিনি যোগ করেছেন, “এই ধরনের ঘটনা যখন ঘটে, উইকেটকিপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লিটন দাশ, জাকের আলিরা উইকেট কিপিং করেনি, এরা কিন্তু বল ছাড়বে না।”

এই ক্রিকেটাররা নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য এসবে অংশ নেবেন না স্বাভাবিকভাবেই, বলছিলেন মি. সামি।

বিপিএলে যা কিছু ভালো
সৈয়দ আবিদ হোসেইন সামির মতে, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৬০-৪০ মাঠের ক্রিকেট ভালো ছিল। খেলার স্ট্যান্ডার্ড যদি দেখি তাহলে এটা বলতেই হবে খেলা ভালো হয়েছে কিন্তু এখানেও একটা মিছে আত্মবিশ্বাস হওয়ার ব্যাপার আছে।”

এবারের বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা দেখা গেছে, সবচেয়ে বেশি শতক এসেছে, ফাইনাল ও কোয়ালিফায়ারের মতো ম্যাচে রান এসেছে।

সামি বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন নানা কটু কথা, বিনোদন প্রিমিয়ার লিগ এই সেই, কিন্তু মাঠে মানুষ ক্রিকেট উপভোগ করেছে, এবার ভিউয়ার শিপ ছিল ভালো।”

রান অনেক এসেছে এটার পেছনে মাঠ ছোট হওয়ার কথা বলছিলেন অনেকে, তামিম ইকবালও বলেছেন মাঠ অনেক ছোট ছিল।

এ বিষয়ে আবিদ হুসাইন সামি বলেন, “সিলেটে স্ট্রেইটের মাপ ছিল ৬৫ মিটার। নিয়ম হচ্ছে ৫৯-৮২, এটা ৫০-৫৩ মিটারও হতে পারে। ভারতে অনেক স্টেডিয়াম আছে যেমন ব্যাঙ্গালোরের চিনাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি এর চেয়েও ছোট।”

তবে বাউন্ডারি ছোট হলেও ছক্কা বড় হয়েছে, ৭৫-৮০ মিটারের মতো ছক্কা অহরহ দেখা গেছে, আফিফ হোসেনের একটা ছক্কা ১০০ মিটার পার হয়ে গেছে। বিবিসি।

আবারো চ্যাম্পিয়ন বরিশাল

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নানা কারণে কলঙ্কিত এবারের বিপিএল

আপডেট সময় ১১:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শেষ হলো, চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।শুরুতে ব্যাট করে ১৯৩ রান তোলে চিটাগং কিংস, জবাবে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বরিশাল।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসাইনের ৬ বলে ১৮ রানের ইনিংসটি বরিশাল জয়ে বড় ভূমিকা রাখে। তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবালকে ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সবকিছু মিলিয়ে বিপিএলের শেষটা ছিল গোছানো, পরিপাটি, ক্রিকেটীয় লড়াই ছিল। কিন্তু গোটা টুর্নামেন্টে উঠেছে নানা বিতর্ক- ক্রিকেটারদের পেমেন্ট না দেয়া থেকে শুরু করে হোটেল রুমে এক দলের মালিককে আবদ্ধ রাখা এমনকি ম্যাচ ফিক্সিং এর আলাপও এসেছে এবারের বিপিএলে।

পেমেন্ট ইস্যু এসেছে বার বার
ক্রিকেটার থেকে শুরু করে হোস্ট, সবার মুখেই এবারের বিপিএলে আর্থিক লেনদেন নিয়ে অসন্তুষ্টির কথা শোনা গেছে। ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে এতোটাই ছড়িয়েছে যে বরিশালের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেমস ফুলার সপ্তাহখানেক আগে পোস্ট দিয়েছিলেন ইন্সটাগ্রামে, “গ্লাভস ও ব্যাট পেলাম, ধন্যবাদ”, এর কমেন্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং মন্তব্য করেছেন, “গ্লাভস, প্যাড পেয়েছ ভালো কথা, পেমেন্ট পেয়েছো?”

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠা চিটাগং কিংস, দুর্বার রাজশাহী পেমেন্ট ইস্যুতে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে।

বাংলাদেশের জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেছেন, “ও আমাকে সন্তুষ্ট করতে পারেনি”।

ইমন ১৩ ম্যাচে ৩৩৮ রান তুলেছেন, ফাইনালেও খেলেছেন ৪৯ বলে ৭৮ রানের ইনিংস।

এছাড়া দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা কর্মবিরতি পালন করে এক ম্যাচ খেলেননি, যেখানে ১১ জন দেশি ক্রিকেটার নিয়েই খেলেছে রাজশাহী।

এসব ঘটনার পর ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মফেট এক বিবৃতিতে জানিয়েছেন, “টাকা না দেয়ার দিক থেকে বিপিএল বারবার একই অপরাধ করে যাচ্ছে।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই টাকা না দেয়ার অভিযোগ উঠেছে, তবে এবারই প্রথম ক্রিকেটারদের চেক বারবার বাউন্স হয়েছে, দুর্বার রাজশাহীর মালিককে হোটেল কর্তৃপক্ষ এক দফা হোটেলে আবদ্ধ রেখেছিল আর্থিক লেনদেন সম্পন্ন না করার কারণে।

একবার তো প্রেস কনফারেন্সে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আর না পেরে বলেই ফেললেন, “দোয়া কইরেন যাতে চেক বাউন্স না হয়”।

এছাড়া শেষ দিকে চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর পূর্ণ পেমেন্ট না পাওয়ার অভিযোগ জানিয়ে ঢাকা ছেড়েছেন।

তার ম্যানেজার সংবাদমাধ্যমে বলেছেন, “ইয়াশাকে চুক্তির বাইরে বিজ্ঞাপনে কাজ করার জন্য চাপ দেয়া হয়েছে, আর প্রতিশ্রুত অর্থের মাত্র ৫৫% দেয়া হয়েছে তাকে।”

ইয়াশা সাগর ছিলেন এবারের বিপিএলের অন্যতম এক চরিত্র যাকে ঘিরে তুমুল আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিপিএলের এবারের অর্থ না দেয়ার ইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কথা হচ্ছে, একজন ক্রিকেটারের এজেন্ট ইএসপিএন ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে দাবি তুলেছেন, “আইসিসির উচিৎ এসব বিষয় দেখভাল করা, অনেক দল বড় বড় নাম সই করায়, বিমানে ওঠার আগে কিছু অর্থ দেয়া হয়, এরপর আর এক টাকাও দেয়া হয় না।”

শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে ক্রিকেটারদের সব অর্থ পরিশোধ করা হবে।

ফিক্সিং নিয়ে কী ধরনের কথা হচ্ছে?
এবারের বিপিএলে খেলা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এতোটাই বেশি ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্টি-করাপশন ইউনিটকে সাহায্য করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।

বিশাল বড় ওয়াইড বল, মোহাম্মদ আমিরের কথা মনে করিয়ে দেয়া নো বল ছিল, সাথে ছিল ক্রিকেটারদের মান নিয়েও প্রশ্ন।

যেমন অস্ট্রেলিয়ার উইলিয়াম বোশিস্ট তিনি গত চার বছর স্বীকৃত ক্রিকেট খেলেননি, আফগানিস্তানের ফরমানুল্লাহ, আফগান ‘এ’ দলের হয়ে খেলা ছাড়া তিনি কখনো বিদেশের লিগে খেলেননি।

কিছু ক্রিকেটার নির্দিষ্ট কিছু ওভারে এমনভাবে রান দিয়েছেন যেন এই রান তাকে দিতেই হতো, এমনটাই বলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ এর অফিসিয়াল হোস্ট সৈয়দ আবিদ হুসাইন সামি।

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মি. সামি বলেন, “আমি কমেন্ট্রি বক্সে বসে এটা বলতে পারি না যে ফিক্সিং হচ্ছে, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আমি এটা বলতে পারি সন্দেহ তৈরি হয়েছে, কিছু বোলার এরকম ফিল্ড সেটআপ রেখে এমন জায়গায় বল দিচ্ছিল যে আমাদের সন্দেহ হতে বাধ্য।”

‘কেউ দুই বল ডট গেলে ওয়াইডে পাঁচ রান দিয়ে দিচ্ছেন, কোন বল ওয়াইড হবে সেটাও আমরা টের পাচ্ছি,’ এমন সব ঘটনা বলছিলেন বাংলাদেশের এই ক্রিকেট বিশ্লেষক।

তিনি যোগ করেছেন, “এই ধরনের ঘটনা যখন ঘটে, উইকেটকিপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লিটন দাশ, জাকের আলিরা উইকেট কিপিং করেনি, এরা কিন্তু বল ছাড়বে না।”

এই ক্রিকেটাররা নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য এসবে অংশ নেবেন না স্বাভাবিকভাবেই, বলছিলেন মি. সামি।

বিপিএলে যা কিছু ভালো
সৈয়দ আবিদ হোসেইন সামির মতে, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৬০-৪০ মাঠের ক্রিকেট ভালো ছিল। খেলার স্ট্যান্ডার্ড যদি দেখি তাহলে এটা বলতেই হবে খেলা ভালো হয়েছে কিন্তু এখানেও একটা মিছে আত্মবিশ্বাস হওয়ার ব্যাপার আছে।”

এবারের বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা দেখা গেছে, সবচেয়ে বেশি শতক এসেছে, ফাইনাল ও কোয়ালিফায়ারের মতো ম্যাচে রান এসেছে।

সামি বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন নানা কটু কথা, বিনোদন প্রিমিয়ার লিগ এই সেই, কিন্তু মাঠে মানুষ ক্রিকেট উপভোগ করেছে, এবার ভিউয়ার শিপ ছিল ভালো।”

রান অনেক এসেছে এটার পেছনে মাঠ ছোট হওয়ার কথা বলছিলেন অনেকে, তামিম ইকবালও বলেছেন মাঠ অনেক ছোট ছিল।

এ বিষয়ে আবিদ হুসাইন সামি বলেন, “সিলেটে স্ট্রেইটের মাপ ছিল ৬৫ মিটার। নিয়ম হচ্ছে ৫৯-৮২, এটা ৫০-৫৩ মিটারও হতে পারে। ভারতে অনেক স্টেডিয়াম আছে যেমন ব্যাঙ্গালোরের চিনাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি এর চেয়েও ছোট।”

তবে বাউন্ডারি ছোট হলেও ছক্কা বড় হয়েছে, ৭৫-৮০ মিটারের মতো ছক্কা অহরহ দেখা গেছে, আফিফ হোসেনের একটা ছক্কা ১০০ মিটার পার হয়ে গেছে। বিবিসি।

আবারো চ্যাম্পিয়ন বরিশাল