দীর্ঘ ছয় বছর পর বিএনপির কোনো প্রতিনিধিদল নির্বাচন কমিশনে প্রবেশ করল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন পর নির্বাচন কমিশনে এলাম। এর আগে আসা হয়নি। আজ এলাম নির্বাচনি রোডম্যাপ দিতে। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলব।
সরেজমিন দেখা গেছে, ৩টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে প্রবেশ করেন। তারপর ৩টা ৫ মিনিটে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে যান।
এরপর নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে প্রবেশ করেন। ৩টা ২১ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ও সিইসিসহ নির্বাচন কমিশনাররা সিইসির সভাকক্ষে প্রবেশ করেন।