দক্ষ সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “একুশে স্মৃতি পরিষদ” ২০২৫ পেয়েছেন রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, সংগঠনটির সহ সভাপতি এ্যাডঃ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন । এসময় বিচারপতি এই সম্মাননা পদক তুলে দেন মমতাজ আলী মাস্টারের হাতে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ সচিব দেশ বরেণ্য খ্যাতিমান পীরজাদা শহীদুল হারুন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মমতাজ আলী মাস্টার দক্ষ সাংগঠনিক নেতৃত্বে হোসেনগাঁও ইউনিয়নের বিএনপি’কে সুসংগঠিত করেছে এবং দলীয় কর্মসূচিতে তার বলিষ্ঠ ভূমিকা থাকায় রাজনৈতিক অঙ্গন এবং সমাজসেবায় অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
একুশে স্মৃতি পদক পাওয়ায় খুশি রানীশংকৈলের বিএনপি নেতাকর্মীরা , একুশে স্মৃতি পদক মমতাজ আলী মাস্টারের রাজনৈতিক পরিধি আরো গতিশীল করবে বলে মনে করেন হোসেনগাঁও ইউনিয়নের সকল জনসাধারণ।