ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

শিব সাধনায় ব্রত দুর্লভ মহাদেব ২১ বছর ধরে ভাত খায়না

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব (৭৯) নামে এক ব্যক্তি। উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুরপুকুর নামে শ্মশান ঘাটে এক কোণে গড়ে তুলেছেন ছোট শিব মন্দির। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল । শিবের পূজা শেষে ওই ফলই খেয়ে বেঁচে আছেন দুর্লভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পারের নির্জন এক শ্মশান ঘটে, ভূতুড়ে বাড়ির সামনে, শিবের সাজে, পায়ে খরম হাতে ত্রিশূল কপালে চন্দন, পশুর চামড়া পরে দাঁড়িয়ে আছে শিব ভক্ত দূর্লভ।

এবিষয়ে দুর্লভ মহাদেব জানান, মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় জীবন সোপে দিয়েছি। ২১ বছর ধরে ভাত খায়না শিবের প্রসাদ খেয়েই বেঁচে আছি।

বাড়ি-ঘর ও পরিবারে মায়া ত্যাগ করে নির্জন পুকুর পারে ছোট একটি ঝুপড়ি ঘরে শিব লিঙ্গ স্থাপন করেছেন তিনি। পরকালে শান্তি লভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার।

এলাকাবাসীরা জানান, প্রতি বছর ফাগুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আয়োজন করেন দুর্লভ। ইহকালের জীবনের সুখ শান্তি বিলাসিতার জীবন ত্যাগ করেছেন তিনি। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের প্রতি আরাধনা করেন। তার বিশ্বাস শিব একদিন তার সঙ্গে কথা বলবে ও তাকে বর দেবে। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা।

এ ব্যাপারে বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, দুর্লভ বাবুর এই সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালের শান্তি লাভের আশায় যে কেউ এই সাধনা করতে পারেন। আমাদের হিন্দু শাস্ত্রে এ ধরনের সাধনা করার বিধান রয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শিব সাধনায় ব্রত দুর্লভ মহাদেব ২১ বছর ধরে ভাত খায়না

আপডেট সময় ০৫:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব (৭৯) নামে এক ব্যক্তি। উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুরপুকুর নামে শ্মশান ঘাটে এক কোণে গড়ে তুলেছেন ছোট শিব মন্দির। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল । শিবের পূজা শেষে ওই ফলই খেয়ে বেঁচে আছেন দুর্লভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পারের নির্জন এক শ্মশান ঘটে, ভূতুড়ে বাড়ির সামনে, শিবের সাজে, পায়ে খরম হাতে ত্রিশূল কপালে চন্দন, পশুর চামড়া পরে দাঁড়িয়ে আছে শিব ভক্ত দূর্লভ।

এবিষয়ে দুর্লভ মহাদেব জানান, মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় জীবন সোপে দিয়েছি। ২১ বছর ধরে ভাত খায়না শিবের প্রসাদ খেয়েই বেঁচে আছি।

বাড়ি-ঘর ও পরিবারে মায়া ত্যাগ করে নির্জন পুকুর পারে ছোট একটি ঝুপড়ি ঘরে শিব লিঙ্গ স্থাপন করেছেন তিনি। পরকালে শান্তি লভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার।

এলাকাবাসীরা জানান, প্রতি বছর ফাগুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আয়োজন করেন দুর্লভ। ইহকালের জীবনের সুখ শান্তি বিলাসিতার জীবন ত্যাগ করেছেন তিনি। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের প্রতি আরাধনা করেন। তার বিশ্বাস শিব একদিন তার সঙ্গে কথা বলবে ও তাকে বর দেবে। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা।

এ ব্যাপারে বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, দুর্লভ বাবুর এই সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালের শান্তি লাভের আশায় যে কেউ এই সাধনা করতে পারেন। আমাদের হিন্দু শাস্ত্রে এ ধরনের সাধনা করার বিধান রয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ।