“ তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি- সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।