ঈদের প্রত্যাশা
আবীর আল নাহিয়ান
ঈদ আনন্দে হেসে উঠুক সবার হৃদয়-দিল
ঈদ আনন্দে বন্ধু প্রতিবেশী সবাই হোক শামিল।
ঈদের দিনে আহার যেন পায় অনাহারী
থাকে না যেন কারও ঘরে শুন্য ভাতের হাঁড়ি।
দুঃখী মানুষের মনেও থাকুক ঈদের খুশির রেশ
ঈদ আনন্দ হারিয়ে যাক, হিংসা-দ্বন্দ্ব-বিদ্বেষ।
ঈদ আনন্দে শামিল হোক ফিলিস্তিন গাজাবাসী
ঈদের খুশি তাদের হোক, মুখে ফুটুক সুখের হাসি।
ধরায় যতো মন্দ আছে, ঈদে হোক সব দূর
আমাদের পৃথিবী হোক ভালোবাসায় ভরপুর।
সবার ঈদ ভালো কাটুক, এই আমার প্রত্যাশা
ঈদের শুভেচ্ছা নিও! নিও অনেক ভালোবাসা।
আরো পড়ুন : তোমার দয়ায়