মাসুদ রানা, মোংলা
মোংলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মোংলা’র আয়োজনে ঈদ বস্ত্র শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যলয়ে এ শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় । ২শ জনকে এ ঈদ বস্ত্র দেয়া হয়।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মোংলা’র মোঃ কামরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ সেলিম রেজা , মোঃ ইমরান হাওলাদার , লিটন শেখ উপস্তিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসুন প্রতিদিন একটি করে ভালো কাজ করি ,আমাদের মোংলা সংগঠনের সদস্য পদ গ্রহন করি । মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটাতে এই ঈদ বস্ত্র বিতরন করা হলো। আমরা মনে করি এটি সামাজিক কাজ। এমন ভাবনা সমাজের বিত্তশালী সবারই ভাবনায় আসা দরকার।
আরো পড়ুন : সুন্দরবনে হরিণের মাংসসহ তিন চোরা শিকারী আটক