দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, দেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং গড়ে উঠেছে। কিশোররা যেন দীর্ঘমেয়াদে অপরাধে না জড়ায় এবং তারা যাতে সংশোধন হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতেও জোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দেশে সংশোধনাগার বাড়ানোর পাশাপাশি, বিদ্যমান সংশোধনাগারগুলো সার্বিকভাবে উন্নত করতে বলেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে বলেছেন সেসব জায়গায়। তাদের যেন অন্যান্য আসামিদের সাথে কারাগারে রাখা না হয়, সে নির্দেশনাও দিয়েছেন তিনি।
আরো পড়ুন : ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী