বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবুবকর বলেছেন, মানুষের জীবন, রক্ত ও ঘামের দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। শ্রমিকদের নাগরিক অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূরণ করতে হবে। শ্রমিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শ্রমিকসন্তানদের শিক্ষার বন্দোবস্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হতে হবে শ্রমিকবান্ধব।
রাঙ্গুনিয়ায় মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। তিনি বলেন, শ্রমিকদের যথাযথ অধিকার প্রদানের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। আর শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কোষাধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশীদ। তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ – এই অঙ্গীকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামি শ্রমনীতির বাস্তবায়নের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা উত্তর এর আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ ইলিয়াস কোম্পানি, তিনি বলেন, বিগত স্বৈরাচারী আমলে শ্রমিক সংগঠনের নামে অহরহ চাঁদাবাজি ও লুটপাট হয়েছে, এক্ষেত্রে রাঙ্গুনিয়া উপজেলা ও বিভিন্ন হাটবাজার ও সিএনজি সমবায় সমিতির নামেও এই লোট-পাট করেছে যারা ইতিমধ্যে ভিন্ন রুপে আবার ও অরাজকতা তৈরি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে সর্বদা সজাগ থাকবে হবে।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাষ্টার কামাল উদ্দিন, পৌর শ্রমিক উপদেষ্টা আজম উমর, উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও পোমর ইউনিয়ন শ্রমিক কল্যাণ উপদেষ্টা আমজাদ হোসেন ফরহাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নূরুল আবছার, উপজেলা শ্রমিক কল্যাণ সহসাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, ইউনিয়ন সভাপতি মুহাম্মুমদ খোরশেদ আলম তালুকদার, মুহাম্মদ আলমগীর সওদাগর, মোজাম্মেল হোসেন, কাজী জসীমউদ্দিন, শ্রমিক নেতা হাম্মদ এরশাদ চৌধুরী, সেলিম উদ্দিন, গিয়াসউদ্দিন, নেজাম উদ্দিন, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, একরাম হোসেন পৌর শ্রমিকনেতা ইন্জিনিয়ার জাহেদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।