মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সোমবার থেকে একের পর এক শুল্ক হুমকির অংশ হিসেবে এটি ছিল ট্রাম্পের ২০টির বেশি এমন চিঠির মধ্যে একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠাচ্ছেন।
কানাডা ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই পর্যন্ত। ট্রাম্পের নতুন এই চিঠি সেই আলোচনা প্রক্রিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলে ধারণা বিশ্লেষকদের।
বৃহস্পতিবারের চিঠিটি এমন সময় এলো যখন ট্রাম্প ও কার্নির মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। গত ৬ মে কার্নি হোয়াইট হাউজে এসে ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন এবং গত মাসে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও তাদের দেখা হয়।
এছাড়া কানাডা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত কর প্রত্যাহারে সম্মত হয়, যার কারণে ট্রাম্প পূর্বের একটি প্রতিশোধমূলক বাণিজ্য আলোচনার স্থগিতাদেশ তুলে নেন।
এদিকে ট্রাম্প এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যেসব দেশ এখনো পর্যন্ত শুল্ক সংক্রান্ত তার চিঠি পায়নি তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সর্বজনীন শুল্ক আরোপের কথাও ভাবছেন।
এর মধ্যে ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যদি আলোচনার মাধ্যমে আরও ভালো চুক্তি না হয়।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে ব্রাজিলও পারস্পরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: এএফপি