ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কি, দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন নির্বাচনের তারিখ লন্ডনে মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ যেকারণে সাদিক কায়েমকে ডাকসু ভিপি নির্বাচিত করলেন শিক্ষার্থীরা পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত, নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭৫৬ ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের নিয়ে মুখ খুললেন ট্রাম্প জাকসু নির্বাচন: ম্যানুয়ালি ভোট গণনা করায় শিক্ষকদের ক্ষোভ মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৮ জন নিহত, আহত ২০ ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে : ডা. জাহিদ ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন : শফিকুল আলম

গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত, নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭৫৬

১২ সেপ্টেম্বর গাজা শহরের আল-নাসর স্ট্রিটে ইসরায়েলি হামলার পর ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ পেরিয়ে পথ চলছে ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

ইসরায়েলের চলমান গণহত্যায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ৫৯ জনে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে দুইটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০০ জন। তবে এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৭৯ জনে এবং আহত হয়েছেন ১৮ হাজার ৯১ জনের বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও দুজন মারা গেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে । এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৪৩ জন শিশু। জাতিসংঘ-সমর্থিত আইপিসি (আইপিসি) গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দেওয়ার পর থেকে অন্তত ১৩৫ জন মারা গেছে, যার মধ্যে ২৮ শিশু।

ইসরায়েল ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে ২৪ লাখ মানুষের এই অঞ্চল এখন ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে।

শুধু ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে হামলা শুরু হওয়ার পর ১২ হাজার ২০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। এ হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয় ইসরায়েল।

গত নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের নিয়ে মুখ খুললেন ট্রাম্প

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কি, দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন নির্বাচনের তারিখ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত, নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭৫৬

আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের চলমান গণহত্যায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ৫৯ জনে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে দুইটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০০ জন। তবে এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৭৯ জনে এবং আহত হয়েছেন ১৮ হাজার ৯১ জনের বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও দুজন মারা গেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে । এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৪৩ জন শিশু। জাতিসংঘ-সমর্থিত আইপিসি (আইপিসি) গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দেওয়ার পর থেকে অন্তত ১৩৫ জন মারা গেছে, যার মধ্যে ২৮ শিশু।

ইসরায়েল ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে ২৪ লাখ মানুষের এই অঞ্চল এখন ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে।

শুধু ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে হামলা শুরু হওয়ার পর ১২ হাজার ২০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। এ হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয় ইসরায়েল।

গত নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের নিয়ে মুখ খুললেন ট্রাম্প