ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে অঙ্গীকার করেছেন, ‘তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না।’ দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা (তথাকথিত ‘স্ন্যাপব্যাক’) পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই৩ নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তি) ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল, যার সময়সীমা ২৭ সেপ্টেম্বরের কাছাকাছি পৌঁছেছে।

ই৩ অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (যৌথ ব্যাপক কর্ম পরিকল্পনা) মেনে চলতে ব্যর্থ হয়েছে।

ই৩ জানিয়েছে, ইরান যদি জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরুদ্ধার করে, ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ দূর করে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পর্যন্ত বিলম্বিত করতে পারে।

জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ লিখেছেন, একটি চুক্তি সম্ভব। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আমরা যে বৈধ বিষয়গুলো উত্থাপন করেছি তার প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব ইরানের।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয়দের ওপর ‘খারাপ বিশ্বাস’ এর অভিযোগ এনেছেন। তিনি বলেন, চুক্তির প্রতি ইরানের সহযোগিতার অভাব ছিল মূলত ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিক্রিয়া।

পেজেশকিয়ান আরও বলেন, তারা মিথ্যাভাবে চুক্তির ভালো অবস্থানের পক্ষ হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। তারা ইরানের আন্তরিক প্রচেষ্টাকে অপর্যাপ্ত বলে অবজ্ঞা করেছে।

এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক রেকর্ড করা ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করে বলেছেন, এটি কোনো আলোচনা নয়। এটি একটি ডিক্ট্যাট, একটি চাপিয়ে দেওয়া।

নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে বিদেশে ইরানের সম্পদ জব্দ করা হবে, তেহরানের সঙ্গে অস্ত্র চুক্তি বন্ধ হবে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে বাধা দেওয়া হবে।

গাজায় ২০ হাজার সৈন্য পাঠাতে চায় ইন্দোনেশিয়া

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না : পেজেশকিয়ান

আপডেট সময় ১১:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে অঙ্গীকার করেছেন, ‘তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না।’ দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা (তথাকথিত ‘স্ন্যাপব্যাক’) পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই৩ নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তি) ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল, যার সময়সীমা ২৭ সেপ্টেম্বরের কাছাকাছি পৌঁছেছে।

ই৩ অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (যৌথ ব্যাপক কর্ম পরিকল্পনা) মেনে চলতে ব্যর্থ হয়েছে।

ই৩ জানিয়েছে, ইরান যদি জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরুদ্ধার করে, ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ দূর করে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পর্যন্ত বিলম্বিত করতে পারে।

জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ লিখেছেন, একটি চুক্তি সম্ভব। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আমরা যে বৈধ বিষয়গুলো উত্থাপন করেছি তার প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব ইরানের।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয়দের ওপর ‘খারাপ বিশ্বাস’ এর অভিযোগ এনেছেন। তিনি বলেন, চুক্তির প্রতি ইরানের সহযোগিতার অভাব ছিল মূলত ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিক্রিয়া।

পেজেশকিয়ান আরও বলেন, তারা মিথ্যাভাবে চুক্তির ভালো অবস্থানের পক্ষ হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। তারা ইরানের আন্তরিক প্রচেষ্টাকে অপর্যাপ্ত বলে অবজ্ঞা করেছে।

এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক রেকর্ড করা ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করে বলেছেন, এটি কোনো আলোচনা নয়। এটি একটি ডিক্ট্যাট, একটি চাপিয়ে দেওয়া।

নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে বিদেশে ইরানের সম্পদ জব্দ করা হবে, তেহরানের সঙ্গে অস্ত্র চুক্তি বন্ধ হবে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে বাধা দেওয়া হবে।

গাজায় ২০ হাজার সৈন্য পাঠাতে চায় ইন্দোনেশিয়া