কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৮৮ জন সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে নেয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বিজিপি সদস্যের আশ্রয় গ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও মোট সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, মিয়ানমারের সংঘাতের জের ধরে আজ রোববার সকালে টেকনাফের নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। সংখ্যাটা অন্তত ৮৮ জন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বিজিবি কিংবা কোস্ট গার্ড সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা।
স্থানীয় লোকজনের দেয়া তথ্য বলছে, টেকনাফে নাফ নদী সীমান্তের সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া ও নাজিরপাড়া পয়েন্ট দিয়ে কাঠের বোটে ৮৮ জন বিজিপি সদস্য অস্ত্রসহ বাংলাদেশের জলসীমায় ঢুকলে কোস্ট গার্ডের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের নিরস্ত্রীকরণ করে বিকেলে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়েছে। এর আগে গত শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিপির ৪০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।
এর আগে, দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনা বাহিনীর ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।
আরো পড়ুন : নতুন করে মুক্তিযোদ্ধার আবেদনের সুযোগ নেই : মোজাম্মেল হক