ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাটপাঙ্গাঁসীতে ৬ বছরের শিশুকে বলৎকার; হত্যার হুমকি

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী শ্রীদাসগাতী মেন্দারগাতী গ্রামে ০৬ বছরের শিশু মাসফিকে পার্শ্ববর্তী একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আঃ সাত্তার (৪৫) মাছ দেওয়ার কথা বলে নির্জন একটি ঘরে নিয়ে নর পিশাচ এর মতো অনৈতিক কর্মকান্ড চালিয়ে এবং মুখ চেপে বাচ্চাটিকে অসুস্থ করে ফেলে। পরে শিশু বাচ্চাটি নিজের শরীরকে বাজি রেখে, কোনো মতে বাড়িতে এসে বাচ্চার মা,বাবা, ও দাদীর কাছে তার সাথে করা অনৈতিক কর্মকাণ্ড ও হত্যা করার হুমকির কথা বলে দেয়, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় । এ বিষয়ে শিশু মাসফি লোমহর্ষক বর্ননা দিয়ে ভয়ে কেঁদে ফেলে । শিশুটির মা বলেন, এই শিশু বাচ্চাটির সাথে অবৈধ ঘটনা ঘটার পর দুই দিন টয়লেট করতে পারে নাই, এবং তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত ঝরছিলো । আমি স্থানীয় এলাকাবাসী, মুরুব্বিগণ, ও প্রসাশনের কাছে আমার ছেলের সাথে করা অন্যায়ের সুঠু বিচার চাই । এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালাম সরকার ঘটনাটি তিন দিনের মধ্যে মিমাংসা করে দিবেন বলে জানিয়েছেন তাই আমরা এই নরপিচাশের বিরুদ্ধে থানায় এখনো মামলা দায়ের করি নাই ।

এদিকে এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আঃ সাত্তার এর আগেও এরকম ০২টি ঘটনা ঘটিয়েছেন। তিনি আগে শ্রীদাসগাতীর বাসিন্দা ছিলেন। সেখানে এরকম লোমহর্ষক ঘটনা ঘটার পর,তিনি হাট পাঙ্গাঁসী মেন্দারগাতী এলাকাতে নতুন করে বাড়ি করেন,এবং শিশু মাসফিকের দাদার সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। শিশু মাসফিক আব্দুস সাত্তারকে তার নিজের দাদার মতোই ভাবতেন, সেই দাদার মত ভাবনার ছলনায় মাছ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং শিশু মাসফিককে দিয়ে জোর করে করায় অনৈতিক কাজ । এবং মাসফিককে বলা হয় যদি এই কথা কারো কাছে তুই বলিস তাহলে তোকে হত্যা করা হবে, আমি জেলে গেলেও যদি ছাড়া পাই তাহলে তোকে হত্যা করবো ৷

শিশু মাসফিকের কাছে কোন অপরিচিত কেউ গেলে ভয়ে আতঙ্কিত হয়ে কান্না করে। মাসফিক যদি জানতো তার সাথে ঘাতক আঃ সাত্তার এই রকম অন্যায় করবে, তাহলে তার সাথে যেতো না।

ঘাতক আব্দুস সাত্তারের স্ত্রী এক ভিডিও সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার স্বামী প্রতিনিয়ত জুয়া খেলেন, আমি আমার স্বামীকে ভালো মন্দ কোন কিছুই বলতে পারিনা – উল্টো আমাকেই মারপিট করে । আমি অনেক চেষ্টা করেছি তাকে ভালো মানুষ বানাতে কিন্তু আমি ভালো মানুষ বানাতে পারিনি । এই ঘটনার পর থেকে সে বাড়ি থেকে চলে গেছে। কোথায় আছে আমরা কেউ জানিনা।

অন্য দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, বিষয়টি আমি জানি না, তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো  পড়ুন : রায়গঞ্জের হাটপাঙ্গাঁসীতে বাড়ির জমি নিয়ে বিরোধ, চারজন আহত

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাটপাঙ্গাঁসীতে ৬ বছরের শিশুকে বলৎকার; হত্যার হুমকি

আপডেট সময় ১০:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী শ্রীদাসগাতী মেন্দারগাতী গ্রামে ০৬ বছরের শিশু মাসফিকে পার্শ্ববর্তী একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আঃ সাত্তার (৪৫) মাছ দেওয়ার কথা বলে নির্জন একটি ঘরে নিয়ে নর পিশাচ এর মতো অনৈতিক কর্মকান্ড চালিয়ে এবং মুখ চেপে বাচ্চাটিকে অসুস্থ করে ফেলে। পরে শিশু বাচ্চাটি নিজের শরীরকে বাজি রেখে, কোনো মতে বাড়িতে এসে বাচ্চার মা,বাবা, ও দাদীর কাছে তার সাথে করা অনৈতিক কর্মকাণ্ড ও হত্যা করার হুমকির কথা বলে দেয়, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় । এ বিষয়ে শিশু মাসফি লোমহর্ষক বর্ননা দিয়ে ভয়ে কেঁদে ফেলে । শিশুটির মা বলেন, এই শিশু বাচ্চাটির সাথে অবৈধ ঘটনা ঘটার পর দুই দিন টয়লেট করতে পারে নাই, এবং তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত ঝরছিলো । আমি স্থানীয় এলাকাবাসী, মুরুব্বিগণ, ও প্রসাশনের কাছে আমার ছেলের সাথে করা অন্যায়ের সুঠু বিচার চাই । এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালাম সরকার ঘটনাটি তিন দিনের মধ্যে মিমাংসা করে দিবেন বলে জানিয়েছেন তাই আমরা এই নরপিচাশের বিরুদ্ধে থানায় এখনো মামলা দায়ের করি নাই ।

এদিকে এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আঃ সাত্তার এর আগেও এরকম ০২টি ঘটনা ঘটিয়েছেন। তিনি আগে শ্রীদাসগাতীর বাসিন্দা ছিলেন। সেখানে এরকম লোমহর্ষক ঘটনা ঘটার পর,তিনি হাট পাঙ্গাঁসী মেন্দারগাতী এলাকাতে নতুন করে বাড়ি করেন,এবং শিশু মাসফিকের দাদার সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। শিশু মাসফিক আব্দুস সাত্তারকে তার নিজের দাদার মতোই ভাবতেন, সেই দাদার মত ভাবনার ছলনায় মাছ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং শিশু মাসফিককে দিয়ে জোর করে করায় অনৈতিক কাজ । এবং মাসফিককে বলা হয় যদি এই কথা কারো কাছে তুই বলিস তাহলে তোকে হত্যা করা হবে, আমি জেলে গেলেও যদি ছাড়া পাই তাহলে তোকে হত্যা করবো ৷

শিশু মাসফিকের কাছে কোন অপরিচিত কেউ গেলে ভয়ে আতঙ্কিত হয়ে কান্না করে। মাসফিক যদি জানতো তার সাথে ঘাতক আঃ সাত্তার এই রকম অন্যায় করবে, তাহলে তার সাথে যেতো না।

ঘাতক আব্দুস সাত্তারের স্ত্রী এক ভিডিও সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার স্বামী প্রতিনিয়ত জুয়া খেলেন, আমি আমার স্বামীকে ভালো মন্দ কোন কিছুই বলতে পারিনা – উল্টো আমাকেই মারপিট করে । আমি অনেক চেষ্টা করেছি তাকে ভালো মানুষ বানাতে কিন্তু আমি ভালো মানুষ বানাতে পারিনি । এই ঘটনার পর থেকে সে বাড়ি থেকে চলে গেছে। কোথায় আছে আমরা কেউ জানিনা।

অন্য দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, বিষয়টি আমি জানি না, তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো  পড়ুন : রায়গঞ্জের হাটপাঙ্গাঁসীতে বাড়ির জমি নিয়ে বিরোধ, চারজন আহত