সৈয়দ আলীউজ্জামাম মহসিন : কিশোরগঞ্জ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোট গ্রহন হবে আগামী ২১ মে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উপজেলার জনসাধারণের মধ্যে বাড়ছে পছন্দের প্রার্থীকে নিয়ে উন্মাদনা। চলছে নানান হিসেবনিকেশ, এদিক ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন মো. সাব্বির জামান রনি ।
কটিয়াদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে কৈ মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহুল আলোচিত প্রভাবশালী বি. এন. পি দলীয় সাবেক সাংসদ মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো. সাব্বির জামান রনি ।
কটিয়াদীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটের মাঠে প্রচার-প্রচারণায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে প্রার্থীদের পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের ডিজিটাল প্রচার প্রচারণা। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ ও পথসভা। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনের ভোট নিয়ে আলোচনা। প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিক থেকে কৈ মাছ প্রতীকের প্রার্থী সাব্বির জামান রনি অনেক এগিয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। তারা বলছেন যদি সুষ্ঠু ভোট হয় তাহলে অনেক ব্যবধানে বিজয়ী হবেন রনি।
ভোটারদের একজন ইসমাঈল হোসেন বলেন, ’’কটিয়াদীরে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রঞ্জনের রয়েছে বিসাল ভোট ব্যাংক, তার ইমেজ কাজে লাগিয়ে বিএনপি মনা ভোটারদের কেন্দ্রে আনতে পাড়লে বিপুল ভোটে বিজয় পাবে সাব্বির জামান রনি ।’’
কটিয়াদী পৌরসভায় কয়েকজন ভোটারের সাথে কথা বল্লে তারা বলেন, ” সাব্বির জামান রনি একজন মেধাবী ভালো ছেলে । এলাকার সব শ্রেণীর মানুষের সাথে তার রয়েছে ব্যপক গ্রহণযোগ্যতা, ঐতিহাসিক ভাবে তাদের পরিবারে রয়েছে বিশাল জন সমর্থন । ৬ জন প্রার্থী কটিয়াদী উপজেলার ভোট ভাগাভাগি করলে তার জয় অনেকটাই নিশ্চিত। ”
নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে সাব্বির জামান রনি বলেন, ’’আমরা কটিয়াদীবাসীর জন্য সব সময় নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন দুই বারের এমপি ছিলেন।
আমার চাচা বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান ( খোকন) এই আসনের অত্যন্ত জনপ্রিয় এমপি ছিলেন, কটিয়াদীর মানুষ আমাদেরকে ভালোবাসে আমরাও তাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। এবার উপজেলাবাসীর ইচ্ছে পূরণ করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তাদের ঘামের মূল্য দেওয়ার জন্য তাদের কাতারে এসে দাঁড়িয়েছি। আমি সময় উপযোগী কৃষি বান্ধব ইশতেহার দিয়েছি । যা সব শ্রেণীর মানুষ গ্রহন করেছে । আল্লাহ্ চাহেতো তাদের রায় নিয়ে বাবা ও কাকার মতো আমিও কটিয়াদী মানুষের সেবায় নিজেকে নিবেদিত করবো।’’
কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপু, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম ও শেখ দিলদারের নির্বাচন করছেন।
উল্লেখ্য, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। কটিয়াদীতে ১০১ টি কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ১৩৮ জন ভোটার ভোট দিবেন।