আমি বারবার কবি হয়ে উঠি
সাওরিয়া মিরাজী মিতু
তোমার সৌকুমার্যে আমি পদ্ম হয়ে ফুটি
প্রেমের আস্ফালন দেখি আমার সত্তা’র ভেতরে।
তোমার অবয়বে বিহারভূমে ঘুরে ফিরি,
নীড়হারা বিহঙ্গের স্পষ্ট ছবি জাগে
আমার মুখাবয়বে।
অপার শক্তির উপাসনায় ব্যার্থ হয়ে ছুটি;
আমি বারবার কবি হয়ে উঠি।
তোমার সুরনিনাদে
আমি তন্দ্রাঘোরে চমকে উঠি,
আলুখালু চত্ত্বর পার হয়ে স্বপ্ন স্বাধীন বাসা বুনি
তোমার নয়নাভিরতি আমার হৃদয়াস্খলনের হেতু
আমার সুকুমারী বৃন্তের শক্তিশালী বাঁধন তুমি,
বিপন্ন বিস্ময়ের মাঝে সুরগুলোকে লুটি;
আমি বারবার কবি হয়ে উঠি।
আরো পড়ুন : প্রান্তহীন শূন্যতা