ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

গিনেস বুকে মেধাবী মুরগি

কানাডার গ্যাব্রিওলা দ্বীপের আশ্চর্য্য একটি পোষা মুরগির দেখা মিলেছে যে কিনা বিভিন্ন সংখ্যা, রং ও অক্ষর শনাক্ত করতে পারে। ইতিমধ্যে ‘স্মার্ট মুরগিটি স্থান করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।

বুদ্ধিমান এই মুরগিটির মালিক গ্যাব্রিওলা দ্বীপে বাস করা পশুচিকিৎসক এমিলি ক্যারিংটন। তিনি জানান, গত বছর ডিমের জন্য পাঁচটি মুরগি কিনেছিলেন। একপর্যায়ে তার মাথায় অদ্ভুত এক পরিকল্পনা খেলে যায়। এগুলোকে বিভিন্ন ম্যাগনেটিক বা চুম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করা শেখাতে শুরু করেন। ছোটদের শেখানোর জন্য সাধারণত অক্ষর ও সংখ্যা লেখা এমন ম্যাগনেটিক, প্লাস্টিক বা কাঠের টুকরা ব্যবহার করা হয়। বেশির ভাগ মানুষের কাছে সফল হওয়া তো দূরে থাক, এমন চিন্তাভাবনাই পাগলামি মনে হওয়ার কথা। কিন্তু এই অসাধ্যই সাধন করেন ক্যারিংটন।

ক্যারিংটন সিদ্ধান্ত নিলেন গিনেস রেকর্ডে তার প্রিয় মুরগিগুলোর নাম লেখাবেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, এক মিনিটে কোনো মুরগির সর্বোচ্চ কৌশল দেখানোর রেকর্ড গড়বেন তিনি।

কিন্তু রেকর্ডে নাম তোলার জন্য পরীক্ষায় লেসি নামের মুরগিটি সবাইকে অবাক করে দিল। মাত্র এক মিনিটে সঠিকভাবে ছয়টি অক্ষর, সংখ্যা ও রং শনাক্ত করতে পেরেছে সে।

লেসির বুদ্ধিমত্তাকে সম্মান দিয়ে আলাদা একটি শাখা খোলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যারিংটন। ক্যারিংটন ইউটিউবে তার এই মুরগিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টির ভিডিও দেখান এবং বিবরণ দেন। তার চ্যানেলটির নাম থিংকিং চিকেন।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।

আরো পড়ুন : রাসেলস ভাইপারসহ বিশ্বের সবচেয়ে বিষধর সাত সাপ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গিনেস বুকে মেধাবী মুরগি

আপডেট সময় ০৭:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

কানাডার গ্যাব্রিওলা দ্বীপের আশ্চর্য্য একটি পোষা মুরগির দেখা মিলেছে যে কিনা বিভিন্ন সংখ্যা, রং ও অক্ষর শনাক্ত করতে পারে। ইতিমধ্যে ‘স্মার্ট মুরগিটি স্থান করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।

বুদ্ধিমান এই মুরগিটির মালিক গ্যাব্রিওলা দ্বীপে বাস করা পশুচিকিৎসক এমিলি ক্যারিংটন। তিনি জানান, গত বছর ডিমের জন্য পাঁচটি মুরগি কিনেছিলেন। একপর্যায়ে তার মাথায় অদ্ভুত এক পরিকল্পনা খেলে যায়। এগুলোকে বিভিন্ন ম্যাগনেটিক বা চুম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করা শেখাতে শুরু করেন। ছোটদের শেখানোর জন্য সাধারণত অক্ষর ও সংখ্যা লেখা এমন ম্যাগনেটিক, প্লাস্টিক বা কাঠের টুকরা ব্যবহার করা হয়। বেশির ভাগ মানুষের কাছে সফল হওয়া তো দূরে থাক, এমন চিন্তাভাবনাই পাগলামি মনে হওয়ার কথা। কিন্তু এই অসাধ্যই সাধন করেন ক্যারিংটন।

ক্যারিংটন সিদ্ধান্ত নিলেন গিনেস রেকর্ডে তার প্রিয় মুরগিগুলোর নাম লেখাবেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, এক মিনিটে কোনো মুরগির সর্বোচ্চ কৌশল দেখানোর রেকর্ড গড়বেন তিনি।

কিন্তু রেকর্ডে নাম তোলার জন্য পরীক্ষায় লেসি নামের মুরগিটি সবাইকে অবাক করে দিল। মাত্র এক মিনিটে সঠিকভাবে ছয়টি অক্ষর, সংখ্যা ও রং শনাক্ত করতে পেরেছে সে।

লেসির বুদ্ধিমত্তাকে সম্মান দিয়ে আলাদা একটি শাখা খোলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যারিংটন। ক্যারিংটন ইউটিউবে তার এই মুরগিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টির ভিডিও দেখান এবং বিবরণ দেন। তার চ্যানেলটির নাম থিংকিং চিকেন।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।

আরো পড়ুন : রাসেলস ভাইপারসহ বিশ্বের সবচেয়ে বিষধর সাত সাপ