আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা বিরোধী বা সংস্কার আন্দোলনকারীদের স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। এখানে রাজনৈতিকভাবে কেউ এলে আমরাও তা মোকাবিলায় প্রস্তুত আাছি।
ওবায়দুল কাদের আজ সোমবার (১৫ জুলাই) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনের তীব্র সমালোচনা করে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কী রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাতেই ঢাকা বিশ্বিবিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যাপক বিক্ষোভ করেন। তারা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, বলছে কে বলছে কে স্বৈরাচার স্বৈরাচার।’
ছাত্র-ছাত্রীদের এ স্লোগানের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, গত রাতে কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা করেছি তারা কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী তৎপরতা রয়েছে। সেটাই এখন দেখতে পাচ্ছি।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু পর্যন্ত পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ করা হবে। যে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল না। নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরববোধ করে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে না?
যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল প্রতিজ্ঞাকে অবজ্ঞা করে তারা কীভাবে মেধাবী হয়, এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা কীভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্খাকে ধারণ করে?
প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধৃষ্টতা কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অবশ্যই ধৃষ্টতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
আরো পড়ুন : স্মারকে কোটা পদ্ধতি সংস্কারের দাবি, সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম