বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে আইন মন্ত্রণালয় ভেটিং শেষে জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেয়।
এরআগে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বে ১৪ দলীয় জোট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত করে। ১৪ দলের ওই বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী বলেন, ‘এই দলের অধীনে এখন থেকে আর কেউ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের কোনো আইনে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের কেউ অপরাধ করলে সেটার বিচার হবে। জামায়াত ইসলামীর নতুন কর্মী রয়েছেন, ১৯৭১ এর পরে যাদের জন্ম, তাদের গণহারে বিচার করা হবে না।’
আরো পড়ুন : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি : ওবায়দুল কাদের