মো আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
শেখ হাসিনা সরকার পতনের পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক যুবক ভিডিও কলে কথা বলেছিলেন তার ভারতীয় এক স্বজনের সঙ্গে। সেই কথার রেকর্ড বিকৃত করে ভারতীয় এক গণমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এমন অভিযোগ তুলেন হিরেন চন্দ্র রায় (৩৫) নামে ওই যুবকের পরিবার।
হিরেন রায়ের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর প্রগতিপাড়ায়। তার বাবার নাম বসন্তকুমার রায়।
এর আগে, গত বুধবার (৭ আগষ্ট) ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলায় (R. BANGLA) ভিডিওটি প্রকাশ হয়। সেখানে তুলে ধরা হয়, হিরেন বাংলাদেশ থেকে বলছে- তাদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে। এ অবস্থায় পরিবার নিয়ে খুব বিপদে আছে তারা।
এদিকে, এমন ভিত্তিহীন খবর প্রকাশের পর ক্ষোভ ঝেড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনই। খবরটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
হিরেনের ভাই খগেশ্বর রায় বলেন, আমার ভাই মানসিক বিকারগ্রস্ত। ভিডিও কলে ভারতীয় এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছে কিন্তু সেই কথাটা খবরে যাবে আমরা ভাবিনি, তাও আবার বিকৃতভাবে উপস্থাপন করে। এমন খবরের নিন্দা জানাই।
হিরেনের সত্তরোর্ধ বাবা বসন্ত কুমার বলেন, আমার পূর্ব পুরুষের সূত্র এখানে বসবাস করছি, কখনো আমাদের ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি হয়নি। কারো সঙ্গে বিরোধও তৈরি হয়নি। এখন যা প্রচার হচ্ছে সবই গুজব।