মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত শিক্ষার্থীদের স্মরণে মঠবাড়িয়ায় র্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ আগস্ট)বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ মিনার পাদদেশে এ র্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী র্যালী ও শোক সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,শিক্ষার্থী,শিক্ষক,চিকিৎসক,নাগরিক সমাজের প্রতিনিধি সহ প্রায় পাচঁ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটায় বিশাল এক শোক র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার পাদদেশে আলোচনা সভায় গিয়ে মিলিত হন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শামীম আহসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ডাঃ জামাল মিয়া শোভন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক রাজু আহম্মদ, প্রভাষক আলাউদ্দিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহিদুল ইসলাম,খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিনহাজন আবেদিন মুহিদ,শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন,আব্দুল্লা আল অভি, নিজাম উদ্দিন,মাইনুদ্দিন ও কাজী খন্দকার মাহমুদুল হাসান প্রমূখ। বক্তারা নিহতদের রুহের মাগফরাত কামনা ও আহতদের সুচিকিৎসা এবং খুনিদের বিচার দাবি জানান।
শেষে চলমান নৈরাজ্য বন্ধে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।