বাংলাদেশে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশে সংস্কার নয়, ‘গণ-অরাজকতা’ চলছে। শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন।
বিচারপতিদের পদত্যাগের বিষয়টিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়।
রবিবার শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় তার উদ্বেগের কথা জানান।
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সাংবাদিকদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছে, সে ঘটনারও প্রতিবাদ জানান সজীব ওয়াজেদ।
এদিকে, বৃহস্পতিবার রাতে শপথ নিলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার।
সজীব ওয়াজেদ জয় শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আজ প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে।”
এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
‘অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারীদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে’ দাবি করে তিনি লিখেছেন, “প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ দেয়া হয়েছে। একটি দেশের সুপ্রিম কোর্টকে কোন প্রক্রিয়া ছাড়াই, নির্বাচিত সংসদ ছাড়াই কীভাবে পরিবর্তন করা যায়?”
উল্লেখ্য, গত শনিবার কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা সচিবালয়ে গেলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টারা। সকালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে দেখা যায় মন্ত্রণালয়ের কর্তকর্তা-কর্মচারিদের। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অনেককেই উপস্থিত থাকতে দেখা গেছে।
সকালে সচিবালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন সরকারের ডাক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।”
এছাড়া বিগত সময়ে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই ছাত্র নেতা। নাহিদ ইসলাম বলেন, “দুর্নীতি প্রশ্রয় দেবো না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবো।তরুণদের কথা শুনবো।
আরো পড়ুন : হিন্দুদের ওপর অত্যাচারের ভুয়া খবর খুঁজে পেল বিবিসি