গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আজ রোববার (১১ আগস্ট) দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি চন্দ্রিমা উদ্যোনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
সালাহ উদ্দিন বলেন, আমি প্রায় নয় বছরের বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মধ্যে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রথমেই এদেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং নতুন বিজয় দিবস আমাদেরকে উপহার দিয়েছে।
সালাহ উদ্দিন বলেন, এই স্বাধীনতাকে এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। এদেশের সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলো সুন্দরভাবে সংস্কার করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশের জনগণকে উপহার দিতে হবে। এদেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাব, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, এস এ জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাইফুল আলম নিরব, আমিনুল হক, যুব দলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, শরিফ উদ্দিন জুয়েল, ছাত্রদলের নাছির উদ্দীন নাসির প্রমুখ নেতারা ছিলেন।
আরো পড়ুন : কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না : তথ্য প্রযুক্তি উপদেষ্টা