বিনোদন ডেস্ক:
বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্ট হাউজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিনেত্রীও এই মুহূর্তে ভারতের বাইরে আছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, রাত আটটা নাগাদ নার্গিস দত্ত রোডের নাওরোজ হিল সোসাইটির ১৪ তলায় রান্নাঘর থেকে আগুন লাগে ও ছড়িয়ে পড়ে। ওই সোসাইটিতেই একটি ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে জ্যাকলিনের। উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্দেজ ভবনের ১৫ তলায় থাকেন।
দমকলের অন্তত চারটি ইঞ্জিন ও অন্যান্য যান দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা দেড় ঘণ্টার বেশি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির জিনিসপত্র ও কাঠের আসবাবেই সীমাবদ্ধ ছিল আগুন। ফলে ভয়াবহ দুর্ঘটনা বিশেষ ঘটেনি। কেউ হতাহত হয়নি।
২০২৩ সালে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার এই সোসাইটিতে অ্যাপার্টমেন্ট কেনেন অভিনেত্রী জ্যাকুলিন। এই বিল্ডিংয়ে একাধিক ধরনের বাসস্থানের অপশন আছে যার মধ্যে স্যুইট, পেন্টহাউজ, স্কাই ভিলা ও ম্যানসনও রয়েছে।
এদিকে জ্যাকুলিন এখন ব্যস্ত হলিউডে। খুব শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ওই সিনেমাতে হলিউডের অ্যাকশন তারকা জঁ ক্লদ ভন ড্যামের সঙ্গে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগে অভিনেত্রী নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছিলেন এ কথা।