নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক করবেন।
আজ (২১ সেপ্টেম্বর) শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক হবে। যেখানে সম্পর্ক সুদৃঢ় করতে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হবে। ভারতের সাথে বাংলাদেশের অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়েন আছে। তবে সমাধান করতে হলে এটির অস্বীকার করা যাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই নিজ দেশে ফিরবেন, তার সাথে বৈঠক হবে না।
তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চপর্যায়ের সভাগুলোতে অংশ নিতে ভিন্ন একটি ফ্লাইটে দুইদিন আগে নিউইয়র্ক যাবো।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনদিন নিউইয়র্কে অবস্থান করে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন তিনি।
আরো পড়ুন : অর্থনৈতিক সংস্কারে সাহায্য করতে প্রস্তুুত বিশ্বব্যাংক