ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কানপুর টেস্টে অনিশ্চিত সাকিব

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে বেশ আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। একে তো চোট ইস্যু এর ওপর পারফরম্যান্সেও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ এই ক্রিকেটার। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কানপুর টেস্টে খেলবেন কিনা, সেটাও নিশ্চিত করা বলা কঠিন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের হাতে সময় আছে। আমরা দেখব সাকিবের কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা আছে। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু এই ব্যথা ম্যাচের আগে ছিল না। ম্যাচের আগে যখন ফিজিওর পরামর্শ নেই, সেখানে কিন্তু শতভাগ ক্লিয়ারেন্স পেয়েছিলাম। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং শতভাগ ফিট ছিল। অবশ্যই দ্বিতীয় ম্যাচের আগে আমরা ওকে নিয়ে চিন্তা করব।’

বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে ছন্দহীন এক সাকিবকে দেখা গেল। কোনো উইকেট তো পাননি। ২১ ওভার বোলিং করে ছিলেন বেশ খরুচে। এই বিষয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্! অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

আরো পড়ুন : ব্যাটিং ব্যর্থতায় চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কানপুর টেস্টে অনিশ্চিত সাকিব

আপডেট সময় ০৫:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে বেশ আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। একে তো চোট ইস্যু এর ওপর পারফরম্যান্সেও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ এই ক্রিকেটার। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কানপুর টেস্টে খেলবেন কিনা, সেটাও নিশ্চিত করা বলা কঠিন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের হাতে সময় আছে। আমরা দেখব সাকিবের কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা আছে। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু এই ব্যথা ম্যাচের আগে ছিল না। ম্যাচের আগে যখন ফিজিওর পরামর্শ নেই, সেখানে কিন্তু শতভাগ ক্লিয়ারেন্স পেয়েছিলাম। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং শতভাগ ফিট ছিল। অবশ্যই দ্বিতীয় ম্যাচের আগে আমরা ওকে নিয়ে চিন্তা করব।’

বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে ছন্দহীন এক সাকিবকে দেখা গেল। কোনো উইকেট তো পাননি। ২১ ওভার বোলিং করে ছিলেন বেশ খরুচে। এই বিষয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্! অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

আরো পড়ুন : ব্যাটিং ব্যর্থতায় চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ