বর্তমান ইন্টারনেটের যুগে আমরা বাংলাদেশর বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সময়টা অতিক্রম করছি । সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া গুলোতে হারাম ও অশ্লীল ভিডিও এত ছড়াছড়ি, হাজার চেষ্টা করেও যেন, এসব থেকে নিষ্কৃতি মেলানো যাচ্ছে না ।
পর্নোগ্রাফি সাইট ও যৌন উত্তেজনা পূর্বক বিভিন্ন নাটক, রিলস, ছবি, আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো ফিতনা এখন হাতের মুঠোয়, ফোন খুললেই যেন হুড়মুড় করে উদ্ভাসিত হয়ে উঠে চোখের সামনে । ফিতনার এই সময় পার করা থেকে বাঁচতে আমাদের চেষ্টা করতে হবে, কম সময় ইন্টারনেট ইউজ করা । হারাম ও অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকা , হারাম ছড়ায় এমন ব্যক্তি থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখা ।
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিটিআরসি পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ প্রদান করার চেষ্টা করার পরও কি আমরা আদৌ নিরাপদ? আদৌ কি আমরা সব হারাম অশ্লীল কন্টেন্ট আর তার নির্মাতাদের এড়িয়ে যেতে পারি? সেটা সম্ভব হয় না, কারণ এসব হারাম ও অশ্লীল যারা তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন,তাদের ইনকমের জন্য ডলারের ব্যবসা জড়িত ।
সুতরাং আমরা দেখতে না চাইলেও আমাদের টাইমলাইনে, আমাদের ভিডিওর মধ্যে,এমনকি আমাদের টাইমলাইনে থাকা আর্টিকেলের মধ্যে তারা কখনও ‘সাজেশন’ আকারে অথবা কখনও ‘পুশ’ নোটিফিকেশন আকারে সেসব হারাম কন্টেন্ট আর তার অশ্লীল ভিডিও অনুপ্রবেশ করিয়ে দেয় । ইন্টারনেটের যুগে মোবাইল স্ক্রিনের এই হারাম ও অশ্লীল ভিডিও দেখা থেকে বাঁচার কোন উপায় নেই ।
কিন্তু আমরা জানি, স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে, এটাকে বাদ দিয়ে কাজ করা জীবনকে অনেক পর্যায়ে কল্পনাও করা যায় না। আপনার সন্তানকে স্মার্ট ফোন থেকে দূরে রাখুন এবং ইন্টারনেটের যাবতীয় হারাম ও অশ্লীল কন্টেন্ট দেখা থেকে বিরত রাখুন । তাহলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের দেশে ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত, এটাই প্রত্যাশা।
আরো পড়ুন : ইউনূস-বাইডেন বৈঠক; যে বার্তা পেল বাংলাদেশ