রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ অক্টোবর) বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
দুপুর ২টা ৩০ মিনিটের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা দিয়েছিল তারা। আজ বৈঠকে সেই ৩১ দফা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা তুলে ধরা হবে এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইবে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তাঁরা সরকার ক্ষমতা থেকে বিদায় নেবে, তত এই সরকারের জন্য মঙ্গল, এই দেশের জনগণের জন্য মঙ্গল, গণ-অভ্যুত্থানের জন্য মঙ্গল। যদি এই সরকার আন্তরিক হয়, এখন থেকে তাঁরা যদি ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে ১৮ মাসের আগেই নির্বাচন সম্ভব।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈঠকে আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার আছে, সেসব বিষয়ে কথা হবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে আমাদের কিছু পরামর্শ থাকবে।’
এ দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর কত দিনের সংলাপ চলবে তা এখনও ঠিক হয়নি। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই দফা সংলাপ হয়। এ সরকার ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে।
সংস্কার কমিশনগুলো হলো—ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন।
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খাঁন
৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে ৬ সংস্কার কমিশন : আইন উপদেষ্টা