পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর)এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে মিলিত হন।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিনেশ কুমার এর সভাপতিত্বে বিআরডিবি কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল কাইয়ূম।
এছাড়া অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন, দফাদার মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সফিকুল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মজিবর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ১১টি ইউনিয়নের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।