বেঙ্গল গ্রুপ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, তার ছেলে সাইফুল আলম ও ভাই জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমি কেনার নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আজ রোববার (৪ মে) তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা।
আজ রোববার (৪ মে) বিকেলে দুদক কার্যালয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির এরিয়া অফিসের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই মো. জসিম উদ্দিন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকার সত্ত্বেও গোপনে অস্বাভাবিক দামে জমি কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন মোরশেদ আলমের ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদ আলমের ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
দুদকরে এই মহাপরিচালক জানান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধান শেষে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তে আরও তথ্য পেলে সেটা পরে চার্জশিটে যুক্ত করা হবে।