ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধপথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠেছে, তারা কীভাবে দেশ ছেড়ে পালালেন? তবে এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম।

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমি গণমাধ্যমের খবরে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে সেখানে গেছেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে, তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনও তথ্য নেই।’

তাহলে কীভাবে তারা দেশ ছেড়ে গেলেন, জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ‘ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন।’

এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ ক’জন কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

একই বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তাদের কাছেও এধরনের কোনও তথ্য নেই।

তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈধভাবে গেছেন, নাকি অবৈধভাবে গেছেন— সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনও তথ্য নেই। এখানে র‍্যাবের কোনও উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।’

আরো পড়ুন :

শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন: তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অবৈধপথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় ০২:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠেছে, তারা কীভাবে দেশ ছেড়ে পালালেন? তবে এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম।

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমি গণমাধ্যমের খবরে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে সেখানে গেছেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে, তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনও তথ্য নেই।’

তাহলে কীভাবে তারা দেশ ছেড়ে গেলেন, জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ‘ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন।’

এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ ক’জন কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

একই বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তাদের কাছেও এধরনের কোনও তথ্য নেই।

তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈধভাবে গেছেন, নাকি অবৈধভাবে গেছেন— সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনও তথ্য নেই। এখানে র‍্যাবের কোনও উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।’

আরো পড়ুন :

শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা