ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!

‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাঁদের আদেশ অনুযায়ী কাজ করে, তেমন কিছু একটা যদি গুগলেরও থাকত! গুগল ব্যবহারকারীদের সেই সাধ এ বার পূরণ হতে চলেছে। গুগ্‌ল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগ্‌ল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করবে এই ‘জেমিনি’। গুগ্‌ল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

অনেকটা যেন ‘সিরি’-র মতোই। তবে, এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকম ভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।

নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

১.গুগলের নতুন জেমিনি (১.৫ প্রো) ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।

২.আগে যে ক’টি ভাষায় জেমিনি-র অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।

৩.অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকম ভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রফেসর ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!

আপডেট সময় ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাঁদের আদেশ অনুযায়ী কাজ করে, তেমন কিছু একটা যদি গুগলেরও থাকত! গুগল ব্যবহারকারীদের সেই সাধ এ বার পূরণ হতে চলেছে। গুগ্‌ল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগ্‌ল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করবে এই ‘জেমিনি’। গুগ্‌ল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

অনেকটা যেন ‘সিরি’-র মতোই। তবে, এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকম ভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।

নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

১.গুগলের নতুন জেমিনি (১.৫ প্রো) ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।

২.আগে যে ক’টি ভাষায় জেমিনি-র অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।

৩.অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকম ভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।