খেলাপী ঋণ আদায়, নতুণ ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে চট্টগ্রামে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বুধবার জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জিএম অফিস চট্টগ্রাম নর্থের জিএম মো. মুসা খান ও সাউথের জিএম মো. সাইফুল আজিজসহ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাহী-কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ অংশ নেন।
সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ