ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি

যুদ্ধবিধ্বস্ত ও ক্ষুধায় জর্জরিত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি তাণ্ডবে নিহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এসব হামলার মধ্যে শুধু বেইত লাহিয়া এলাকার আবাসিক দালানকোঠায় আলাদা দুটি হামলায় মারা গেছে ৭৫ জনেরও বেশি মানুষ। খবর আলজাজিরার।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য অনুসারে, গত ৫ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী আকাশ ও স্থলপথে তাদের হামলার তীব্রতা বাড়ানোর পর এ পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৭০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্যের জন্য হাহাকার বেড়েই চলেছে। গাজার কেন্দ্রস্থলে একটি বেকারিতে রুটির জন্য আসা লোকজনের ভিড়ে পদদলিত হয়ে দুই ফিলিস্তিনি কিশোরী ও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজার সরকারি গণমাধ্যম অফিস থেকে বলা হয়েছে, খাদ্য সংকট দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। কর্তৃপক্ষ বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে জনগণের জন্য অত্যাবশ্যক আটা বিতরণের অনুরোধ করেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ও পঙ্গু হয়ে গেছে আরও এক লাখ পাঁচ হাজার ৭০ জন।

পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছে ১৬ হাজার ৫২০ জন।

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের রকেট হামলা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি

আপডেট সময় ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

যুদ্ধবিধ্বস্ত ও ক্ষুধায় জর্জরিত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি তাণ্ডবে নিহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এসব হামলার মধ্যে শুধু বেইত লাহিয়া এলাকার আবাসিক দালানকোঠায় আলাদা দুটি হামলায় মারা গেছে ৭৫ জনেরও বেশি মানুষ। খবর আলজাজিরার।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য অনুসারে, গত ৫ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী আকাশ ও স্থলপথে তাদের হামলার তীব্রতা বাড়ানোর পর এ পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৭০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্যের জন্য হাহাকার বেড়েই চলেছে। গাজার কেন্দ্রস্থলে একটি বেকারিতে রুটির জন্য আসা লোকজনের ভিড়ে পদদলিত হয়ে দুই ফিলিস্তিনি কিশোরী ও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজার সরকারি গণমাধ্যম অফিস থেকে বলা হয়েছে, খাদ্য সংকট দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। কর্তৃপক্ষ বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে জনগণের জন্য অত্যাবশ্যক আটা বিতরণের অনুরোধ করেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ও পঙ্গু হয়ে গেছে আরও এক লাখ পাঁচ হাজার ৭০ জন।

পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছে ১৬ হাজার ৫২০ জন।

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের রকেট হামলা