২০২৩ সালে নারীদের স্বাধীনতা নিয়ে আন্দোলনকে সরকার সহিংসভাবে দমনের পরও ইরানি নারীরা প্রকাশ্যে হিজাব খুলে গান ও নাচের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। বিগত তিন সপ্তাহে অন্তত তিনজন বিশিষ্ট নারী শিল্পী এ প্রতিরোধের অংশ হিসেবে প্রকাশ্যে হিজাব উন্মোচন করেছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৩০শে ডিসেম্বর, বিখ্যাত ৬২ বছর বয়সী ভিজ্যুয়াল শিল্পী বিতা ফায়াজি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেন যখন তিনি তার কোঁকড়ানো ধূসর চুল ঢেকে রাখার পরিবর্তে গলায় স্কার্ফ বেঁধে সরকার স্পন্সরকৃত একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও কিছু নারী, যাদের বেশিরভাগই তরুণী, তারাও তাদের চুল ঢেকে রাখেননি।
সিরামিক আর্ট বিয়েনাল নামে পরিচিত এ প্রদর্শনী ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা অন্য কেউ ওই হিজাব খুলে রাখার প্রতিবাদ করেননি। পদক্ষেপটি পূর্বপরিকল্পিত প্রতিবাদ ছিল কি না, তা স্পষ্ট করেননি ফায়াজি।