মালদ্বীপে ব্যাপক পতিতাবৃত্তির সাথে জড়িত অভিবাসীদের সনাক্ত ও আটক করতে মালদ্বীপ পুলিশ সার্ভিসের সহযোগিতায় পরিচালিত অভিযানে আটক দুই নারীকে মালদ্বীপ ইমিগ্রেশন নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
রোববার (৫ জানুয়ারি) পতিতাবৃত্তির সাথে জড়িত প্রবাসীদের একটি গ্রুপকে আটক করা হয়। এই গ্রুপে সাতজন প্রবাসীকে আটক করা হয়েছে। তদের মধ্যে বাংলাদেশি ৪ জন রয়েছে।
এই আটক অভিবাসীদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ বলে শনাক্ত করা হয়েছে।
মালদ্বীপ ইমিগ্রেশন স্থানীয় গণমাধ্যমে বলেন, তারা আটকদের বিষয়ে বিস্তারিত তদন্ত করার পর দুই নারীকে স্থায়ীভাবে নির্বাসিত করা হয়েছে। বাকি পাঁচজনকে নির্বাসনের প্রক্রিয়া চলছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ মুইজ্জু’র প্রশাসন মালদ্বীপে অবৈধ অভিবাসনের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে কর্তৃপক্ষ যৌথভাবে মালদ্বীপে অবৈধভাবে বসবাসকারী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের সনাক্ত করার জন্য অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে।
বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন বিভাগ ৫০০০ হাজার অভিবাসী অপরাধীকে বিতাড়িত করেছে।