ব্যাট হাতে কাজটা মোটামুটি সেরে রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বাকি কাজ সারেন বোলাররা। সিলেটে আজ বুধবার (৭ মে) নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতল নুরুল হাসান সোহানের দল (২-০)।
আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় কিউইরা।
ওপেনিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন (৮)। অপর ওপেনার নাঈম শেখ অবশ্য ভালো করেছেন। ৪১ বলে করেন ৪০। ওয়ানডাউনে নামা এনামুল হক বিজয় করেন ৩৯ রান।
বাংলাদেশকে চালকের আসনে বসান দুই সেঞ্চুরিয়ান মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সোহান। চতুর্থ উইকেটে দুজন গড়েন ২২৫ রানে বিশাল জুটি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে অঙ্কনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ১০৫ রান। সবচেয়ে বেশি আলো ছড়ান সোহান। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১১২ রান। ১০১ বলে সমান ৭টি করে চার ও ছক্কায় এই রান করেন তিনি।
বিশাল রানের পিছু ছুটে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। ওপেনার ডেল ফিলিপস ৫৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাকিরা তাকে সঙ্গ দিতে না পারায় এবং বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় থেকে ৮৭ রান দূরেই গুটিয়ে যায় কিউইরা।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩টি এবং শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন ২টি করে উইকেট।