জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তিন ইনিংসেই নিয়েছিলেন ফাইফার। ব্যাটিংয়ে আছে একটি সেঞ্চুরি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংসও। মিরাজের অনবদ্য অলরাউন্ড নৈপূণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ১-১ সমতায় শেষ করতে পেরেছিল বাংলাদেশ।
ভালো খেলার প্রতিদান পেলেন মিরাজ। আইসিসির এপ্রিল মাসে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। আজ সোমবার (৫ মে) আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় এপ্রিলের সেরা হওয়ার জন্য মনোনীত তিন ক্রিকেটারের তালিকা।
মিরাজের সঙ্গে সেরা তিনে আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। তিনজনই বল হাতে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়েছেন সম্প্রতি।
জিম্বাবুয়ে তারকা মুজারাবানি তার গতির ঝড়ে বিপর্যস্ত করেছিলেন বাংলাদেশকে। দুই টেস্টের নিয়েছিলেন ১০ উইকেট, আছে ফাইফার। যা দলটির পক্ষে সর্বোচ্চ। কিউই তারকা বেন সিয়ার্সও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়ান। টানা দুই ম্যাচে নেন ফাইফার।
মিরাজকে অবশ্য এগিয়ে রাখতে হয় খানিকটা। জিম্বাবুয়ে সিরিজে গড়েছিলেন ব্যক্তিগত কীর্তি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মিরাজ। এই ক্লাবে ঢুকতে সাকিব আল হাসান খেলেছিলেন ৫৪ টেস্ট। মিরাজ তাতে প্রবেশ করেন এক ম্যাচ আগে, ৫৩ টেস্ট খেলে।