ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ২৭৩ রানে অলআউট করলো বাংলাদেশ

বড় লিডের দিকেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু, বাংলাদেশের বোলাররা সেটি হতে দেননি। সফরকারীদের থামিয়েছেন ২৭৩ রানে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে এরপরও অবশ্য জিম্বাবুয়ের লিড ৮২ রানের। বাংলাদেশের ১৯১ রানের জবাবে ৮০.২ ওভারে দলটি অলআউট হয়েছে ২৭৩ রানে।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে আজ সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙে দিনের শুরুতে। ১৮ রান করা বেন কারানকে মুমিনুল হকের ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৫৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও গতির ঝড়ে পরাস্ত করেন নাহিদ। উইকেটের পেছনে তার ক্যাচ নেন জাকের আলী অনিক।

জিম্বাবুয়ের ব্যাটাররা ঘুরে দাঁড়ানোর আগেই আঘাত হানেন হাসান মাহমুদ। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে (২) বোল্ড করেন হাসান। ৮৮ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর চেষ্টা করেছে থিতু হওয়ার। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শিন উইলিয়ামস। এমন সময় আবারও দৃশ্যপটে হাজির নাহিদ। জাকেরের ক্যাচ বানিয়ে বিদায় করেন (৮) আরভিনকে।

ভরসার প্রদীপ হয়ে ছিলেন শিন উইলিয়ামস। মেহেদী হাসান মিরাজের স্পিনে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামস, আউট হন ৫৯ রানে। ততক্ষণে ২ রানে এগিয়ে জিম্বাবুয়ে। এর আগে ওয়েসলি মাদেভিরেকে ২৪ রানে বোল্ড করেন খালেদ আহমেদ। নায়াসো মায়াভো ৩৫ রানে লেগবিফোর হন মিরাজের বলে। বাকি উইকেটগুলো তাড়াতাড়িই তুলে নেন বাংলার বোলাররা। তাতে, খুব বড় লিড নিতে পারেনি জিম্বাবুয়ে।

বল হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন মিরাজ। তার স্পিন ঘূর্ণিতেই মূলত দিশেহারা হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। নাহিদ নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৯১/১০
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৮০.২ ওভারে ২৭৩/১০ (বেনেট ৫৭, কারান ১৮, নিক ২, উইলিয়ামস ৫৯, আরভিন ৮, মাদেভিরে ২৪, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, এনগারাভা ২৮*, নায়ুচি ৭, মুজারাবানি ১৭; হাসান ১৭-৪-৫৫-১, নাহিদ ১৮-৩-৭৪-৩, খালেদ ১৫-৫-৩০-১, মিরাজ ২০.২-৫-৫২-৫, তাইজুল ১০-০-৫৩-০

প্রথম দিন হতাশায় কাটল বাংলাদেশের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জিম্বাবুয়েকে ২৭৩ রানে অলআউট করলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বড় লিডের দিকেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু, বাংলাদেশের বোলাররা সেটি হতে দেননি। সফরকারীদের থামিয়েছেন ২৭৩ রানে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে এরপরও অবশ্য জিম্বাবুয়ের লিড ৮২ রানের। বাংলাদেশের ১৯১ রানের জবাবে ৮০.২ ওভারে দলটি অলআউট হয়েছে ২৭৩ রানে।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে আজ সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙে দিনের শুরুতে। ১৮ রান করা বেন কারানকে মুমিনুল হকের ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৫৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও গতির ঝড়ে পরাস্ত করেন নাহিদ। উইকেটের পেছনে তার ক্যাচ নেন জাকের আলী অনিক।

জিম্বাবুয়ের ব্যাটাররা ঘুরে দাঁড়ানোর আগেই আঘাত হানেন হাসান মাহমুদ। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে (২) বোল্ড করেন হাসান। ৮৮ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর চেষ্টা করেছে থিতু হওয়ার। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শিন উইলিয়ামস। এমন সময় আবারও দৃশ্যপটে হাজির নাহিদ। জাকেরের ক্যাচ বানিয়ে বিদায় করেন (৮) আরভিনকে।

ভরসার প্রদীপ হয়ে ছিলেন শিন উইলিয়ামস। মেহেদী হাসান মিরাজের স্পিনে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামস, আউট হন ৫৯ রানে। ততক্ষণে ২ রানে এগিয়ে জিম্বাবুয়ে। এর আগে ওয়েসলি মাদেভিরেকে ২৪ রানে বোল্ড করেন খালেদ আহমেদ। নায়াসো মায়াভো ৩৫ রানে লেগবিফোর হন মিরাজের বলে। বাকি উইকেটগুলো তাড়াতাড়িই তুলে নেন বাংলার বোলাররা। তাতে, খুব বড় লিড নিতে পারেনি জিম্বাবুয়ে।

বল হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন মিরাজ। তার স্পিন ঘূর্ণিতেই মূলত দিশেহারা হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। নাহিদ নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৯১/১০
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৮০.২ ওভারে ২৭৩/১০ (বেনেট ৫৭, কারান ১৮, নিক ২, উইলিয়ামস ৫৯, আরভিন ৮, মাদেভিরে ২৪, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, এনগারাভা ২৮*, নায়ুচি ৭, মুজারাবানি ১৭; হাসান ১৭-৪-৫৫-১, নাহিদ ১৮-৩-৭৪-৩, খালেদ ১৫-৫-৩০-১, মিরাজ ২০.২-৫-৫২-৫, তাইজুল ১০-০-৫৩-০

প্রথম দিন হতাশায় কাটল বাংলাদেশের